বেনাপোলে আট সোনার বারসহ পাসপোর্ট যাত্রী আটক

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৭

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস

ভারতে পাচারকালে বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে মঙ্গলবার দুপুরে আটটি সোনার বারসহ এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

আটক যাত্রীর নাম মাসুদুর রহমান পবন (৫২)। তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি গৌরিপুর এলাকার আব্দুল খালেকের ছেলে।   

বেনাপোল শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারি পরিচালক নিপূন চাকমা জানান, বেনাপোল চেকপোস্ট দিয়ে একটি বড় ধরনের সোনার চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে শুল্ক গোয়েন্দা সদস্যরা বেনাপোল চেকপোস্টে অভিযান চালায়। এসময় মাসুদুর রহমান পবন নামে ভারতগামী এক পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়।

পরে তার পায়ুপথে রাখা ৮০০ গ্রাম ওজনের ৮টি সোনার বার বের করা হয়। আটক সোনার মূল্য ৪০ লাখ টাকা বলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান।

আটক সোনা পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/প্রতিনিধি/ওআর)