গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০৫
ফাইল ছবি

গাজীপুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক লাইনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে সিটি করপোরেশনের কড্ডা এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।

তার মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহত মার্শাল হিরো টিটু ফরিদপুর জেলার মধুখালী থানার লক্ষ্মীনারায়নপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে।

এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে কড্ডা এলাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইনে কাজ করার সময় টিটু বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

টিটুর সঙ্গে কাজ করা তার অপর সহকর্মীদের দাবি, বিদ্যুতের লাইনে লাইন শাট ডাউন দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষের গাফিলতির কারণে কাজ করার সময় সেটি করা হয়নি। ফলে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন টিটু।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজের আবাসিক চিকিৎসক ডা. প্রণয় ভূষণ দাস জানান, টিটুকে মৃত্যু অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :