সাকিবকে নিয়ে ভুয়া খবর প্রকাশে চটেছেন শিশির

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫০

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত।

এশিয়া কাপে খেলতে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান এখন দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। গত ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলেছেন তিনি। কিন্তু মঙ্গলবার দেশের বেশি কিছু নিউজ পোর্টালে খবর প্রকাশ করা হয় যে, মেয়ে আলাইনা হাসান অব্রির অসুস্থতার কারণে দেশে ফিরছেন সাকিব আল হাসান।

কিন্তু পরে জানা যায়, এ খবর মিথ্যা। সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির বিষয়টি নিয়ে চটেছেন। ফেসবুকে উম্মে আহমেদ শিশির লিখেছেন, ‘হলুদ সাংবাদিকতা এখন সেরা পর্যায়ে। কোনোকিছু না জেনে তারা খবর তৈরি করেন এবং বাজারে ছাড়েন ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জনের জন্য। খবরটা তৈরি করা হয়েছে সাকিব আল হাসানকে নিয়ে। এশিয়া কাপ শুরুর আগেই আমার মেয়ে অসুস্থ হয়েছিল। সে (সাকিব আল হাসান) ঢাকায় ফিরে যাচ্ছে না। এমনটি কখনো তার মনে ছিল না।’

তিনি আরো লিখেছেন, ‘এমন অনেক ঘটনা ঘটেছে যে সময় তার পরিবারের পাশে থাকার দরকার ছিল। কিন্তু আমরা পরিবার হিসাবে দেশের জন্য ত্যাগ স্বীকার করেছি। আপনারা হয়তো ভুলে গেছেন যে, সে (সাকিব আল হাসান) তার প্রথম বাচ্চা হওয়ার সময় পাশে থাকতে পারেনি। এই মানুষটি দীর্ঘদিন ধরে ইনজুরি নিয়ে খেলছে। অথচ সে জানে যে, এটা দীর্ঘমেয়াদে তার জন্য খারাপ প্রভাব ফেলবে। আমি মোটেও বিস্মিত হব না যদি এটা তার উপর দীর্ঘ মেয়াদের জন্য প্রভাব ফেলে। সে (সাকিব আল হাসান) মোটেও সিমপ্যাথি (সহানুভূতি) খুঁজে বেড়ায় না। দেশের শীর্ষ পর্যায়ের নিউজ পোর্টালে এমন নন সেন্স খবর প্রকাশ হওয়াটা দুঃখজনক। আপনি যদি লেখার জন্য ভালো কিছু খুঁজে না পান তাহলে লিখেন না! নেতিবাচক খবর দিয়ে ম্যাচের আগে কোনো খেলোয়াড়ের মনোযোগ নিয়ে খেলাটা প্যাট্রিওটিক (দেশপ্রেম) নয়। আমি হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে দাঁড়ালাম! আমি নিউজ পোর্টালের লিংক দিতে পারতাম। কিন্তু আমি কারো সুনাম নষ্ট করতে চাই না।’

(ঢাকাটাইমস/১৮ সেপ্টেম্বর/এসইউএল)