বন্যা পরিস্থিতি মোকাবেলায় দুটি কন্ট্রোল রুম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৩ | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৩
ফাইল ছবি

দেশের নদ-নদীর পানি বাড়তে থাকায় বন্যার আশঙ্কা করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে জরুরি পরিস্থিতি মোকাবেলায় দুটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।

পানিসম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কন্ট্রোল রুম দুটি খুলেছে।

মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ও বাপাউবো এর মহাপরিচালকের পরামর্শক্রমে এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রসেসিং অ্যান্ড ফ্লাড ফোরকাস্টিং সার্কেল বাপাউবো ঢাকা এর নির্দেশনা মোতাবেক সারাদেশে বিভিন্ন স্থানে নদী ভাঙনের তথ্য উপাত্ত সংগ্রহ, পর্যবেক্ষণ ও পরিবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণার্থে আজ মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র, বাপাউবো মতিঝিল ঢাকার ওয়াপদা ভবনস্থ ৯ম তলায় একটি জরুরি ‘কন্ট্রোল রুম’ খোলা হলো। এর সার্বিক দায়িত্বে থাকবেন নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া। একই সাথে বাপাউবোর মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা/নির্বাহী প্রকৌশলীদেরকে ভাঙনের প্রকৃতি, পরিমাণ ও ভয়াবহতার বিষয়ে এই কন্ট্রোল রুমে জরুরি ভিত্তিতে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। জরুরি পরিস্থিতিতে, ৯৫৭৬৭৭৫, ০১৭৪৮৩৯৭৬৯৩,৯৫৫৩১১৮, ৯৫৫০৭৫৫ ও ০১৭১৫০৪০১৪৪ এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :