চালক-হেলপারদের প্রশিক্ষণ দিল ট্রাফিক উত্তর বিভাগ

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও যানজট নিরসনে চালক ও হেলপারদের ট্রাফিক প্রশিক্ষণ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তর বিভাগ।

মঙ্গলবার দুপুরে ট্রাফিক উত্তরের সম্মেলন কক্ষে প্রায় ৭০ জন চালক ও হেলপার এতে অংশ নেন।

কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ট্রাফিক উত্তরের উপ-পুলিশ কমিশনার প্রবীর কুমার রায়। তিনি বলেন, ট্রাফিক সাইন, দুর্ঘটনা রোধে করণীয়, মোটরযান আইন, সড়ক দুর্ঘটনার কারণ, মোটরযান চালানোর বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। স্টপেজ ছাড়া যাত্রী উঠানামা না করা এবং স্টপেজ ছাড়া গাড়ির দরজা না খোলা রাখার বিষয়টি নিয়ে সচেতন করে যাত্রীদের সাথে চালক ও তার সহযোগিদের (হেলপার) আচরণ কেমন হওয়া উচিত সেই বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেন।

পুলিশ কর্মকর্তা বলেন, চালকদরে সচেতন করার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন গুলশান ট্রাফিক জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রহিমা আক্তার লাকী, উত্তরা ট্রাফিক জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিন্নাত আলী মোল্লা।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এসএস/জেবি)