ঢামেকের ৬০ লাখ টাকা আত্মসাৎ, মামলা করছে দুদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ২০:১৮ | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫৬
ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগের টিকিট বিক্রির প্রায় ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা পাওয়ায় মামলার প্রস্তুতি নিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার ছয়টি পৃথক মামলা দায়েরের অনুমোদন দিয়েছে সংস্থাটি।

দুদক সূত্র জানায়, উপসহকারী পরিচালক মো. নূরুল ইসলামের অনুসন্ধানে দেখা যায়, অভিযুক্তরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে টিকিট গ্রহণ ও রোগীদের মাঝে বিক্রির টাকা জমা রেজিস্ট্রারসহ অন্যান্য রেকর্ডপত্র বিনষ্ট করে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশে টিকিট বিক্রির ৫৯ লাখ ১০ হাজার টাকা আত্মসাৎ করেন। অভিযুক্তদের বিরুদ্ধে ছয়টি মামলা করার সিদ্ধান্ত নিয়ে দুদক।

মামলায় আসামি করা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ ইনচার্জ (বরখাস্ত) মো. আজিজুল হক ভূইয়া, বর্তমানে-প্রশাসনিক সংযুক্তি, সাবেক এমএলএসএস মো. আলমগীর হোসেন (বর্তমানে ক্যাশিয়ার), সাবেক এমএলএসএস মো. আ. বাতেন সরকার (বর্তমানে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার), সাবেক অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক ও ক্যাশিয়ার, মো. শাহজাহান (বর্তমানে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর) ব্লাড ব্যাংক শাখা, সাবেক এমএলএসএস মো. আবু হানিফ ভুইয়া, বর্তমানে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী মো. হারুনর রশিদ (বর্তমানে ফর্ম শাখা)।

দণ্ডবিধির ৪০৯/২০১ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এসব মামলা দায়েরের অনুমোদন দেয়া হয় বলে দুদক সূত্র নিশ্চিত করেছে।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :