জার্মানির রাস্তায় অ্যাকর্ডিয়ান বাজালেন মমতা (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ২০:১১ | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ২০:০৭

পশ্চিমবঙ্গের মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণের শেষ নেই! তিনি গল্প-কবিতা-ছড়া লেখেন, অবসরে ছবিও আঁকেন।

বিনিয়োগ টানতে জার্মানি সফরে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেখানকার মানুষ আবিষ্কার করলেন এক অন্য মমতাকে। তার জার্মানি সফরের একটি মুহূর্তের ভিডিওই হঠাৎ ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। রাস্তার ধারে মিউজিশিয়ানের অ্যাকর্ডিয়ানে 'উই শ্যাল ওভারকাম'-এর সুর তুলল মমতার সাবলীল আঙুল।

এক মিনিটেরও কম সময়ের ভিডিওটিতে ওই গানটির সুরটি বাজিয়ে মুগ্ধ করে ফেলেন তিনি শ্রোতাদের। প্রশংসার বন্যা বয়ে যায় ফেসবুকে। বহু মানুষই অতি বিস্ময়ে প্রশ্ন না করে পারেননি যে, তিনি যে এই যন্ত্রটি এত ভালো বাজাতে পারেন, তা তো জানা ছিল না!

স্থানীয়দের শেয়ার করা একটি ভিডিও-তে দেখা গেছে, স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই শাড়ি ও হাওয়াই চটি পরে জার্মানির এক পুরনো রাস্তায় হাঁটছিলেন মুখ্যমন্ত্রী। তখনই মিকি মাউসের পোশাক পরা রাস্তার ধারের এক মিউজিশিয়ানকে দেখে তিনি দাঁড়িয়ে পড়েন। জার্মান শিল্পীর অ্যাকর্ডিয়ানে মমতা দিব্যি বাজাতে শুরু করেন ‘আমরা করব জয়ের’ সুর।

১২ দিনের সফরে জার্মানি ও ইতালি গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে বিনিয়োগ টানতেই আরও একবার বিদেশ সফরে গেলেন মুখ্যমন্ত্রী। এবারও তার সঙ্গী হয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। তাছাড়া মুখ্য সচিব মলয় দে, অর্থ সচিব এইচ কে দ্বিবেদীও গিয়েছেন মমতার সঙ্গে।

সাংবাদিকদের মমতা বলেন, আমি ফ্র্যাঙ্কফুট এবং মিলানে যাচ্ছি। দুটি বড় বৈঠকেও আমরা যোগ দেব।

তিনি জানান, পোল্যান্ড থেকেও আমন্ত্রণ এসেছিল। সেখানে গিয়েছিলেন বিদ্যুৎমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। অন্যদিকে তথ্য প্রযুক্তি দপ্তরের সচিব যাবেন সিলিকন ভ্যালিতে।

সূত্র: এনডিটিভি ও এই সময়

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

রাফাহতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী: নেতানিয়াহু

নির্বাচন করার জন্য অর্থ নেই, সরে দাড়ালেন ভারতীয় অর্থমন্ত্রী

সিরিয়ার আলেপ্পোতে ইসরায়েলি হামলায় নিহত ৩৮

দ. আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

এই বিভাগের সব খবর

শিরোনাম :