রাজশাহীতে কিছুটা কমেছে পদ্মার পানি

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০১৮, ২১:৫১

ব্যুরো প্রধান, রাজশাহী

বেশকিছু দিন ধরে বাড়তে থাকার পর রাজশাহীতে পদ্মা নদীর পানি কিছুটা কমেছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, তাদের কাছে যে পূর্বাভাস রয়েছে, সে অনুযায়ী নদীর পানি স্থিতিশীল হয়ে আসবে। তাই এখন আর বন্যার ভয় নেই। তবে পানি কমার সময় কিছু এলাকায় ভাঙন দেখা দিতে পারে।

রাজশাহী পাউবোর গেজ রিডার এনামুল হক জানান, প্রতিনিয়ত পানি বাড়তে থাকার পর মঙ্গলবার চার সেন্টিমিটার পানি কমেছে। এ দিন দুপুর ১২টায় রাজশাহীর বড়কুঠি পয়েন্টে পানির উচ্চতা ছিল ১৭ দশমিক ৩০ সেন্টিমিটার। পানিরপ্রবাহ বুধবার আরও একটু কমলেই বলা যাবে ভয় নেই।

এনামুল হক জানান, সোমবারও চার সেন্টিমিটার পানি বেড়েছিল। এ দিন পানির উচ্চতা ছিল ১৭ দশমিক ৩৪ সেন্টিমিটার। রাজশাহী পয়েন্টে পদ্মা নদীর পানির বিপদসীমা ১৮ দশমিক ৫০ সেন্টিমিটার। ২০১৬ সালের ২৮ আগস্ট রাজশাহীতে পদ্মার পানিপ্রবাহ উঠেছিল সর্বোচ্চ ১৮ দশমিক ৪৬ সেন্টিমিটার।

গেল ১৫ বছরে রাজশাহীতে পদ্মা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে মাত্র দুবার। এর মধ্যে ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত টানা নয় বছর রাজশাহীতে পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করেনি। কেবল ২০০৩ সালের ১৯ সেপ্টেম্বর রাজশাহীতে পদ্মার সর্বোচ্চ উচ্চতা ছিল ১৮ দশমিক ৮৫ সেন্টিমিটার। এরপর ২০১৩ সালের ৭ সেপ্টেম্বর রাজশাহীতে পদ্মা বিপদসীমা অতিক্রম করেছিল। ওই বছর পদ্মা নদীর সর্বোচ্চ উচ্চতা দাঁড়িয়েছিল ১৮ দশমিক ৭০ সেন্টিমিটার।

এদিকে রাজশাহীতে পদ্মার পানি এক সপ্তাহ থেকে বিপদসীমার কাছাকাছি থাকায় এরই মধ্যে নদী তীরবর্তী পবা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দুই সপ্তাহ ধরে জেলার গোদাগাড়ী ও পবা উপজেলার চরাঞ্চলের দুই শতাধিক পরিবার চরম দুর্ভোগে দিন-রাত অতিবাহিত করছেন।

রাজশাহী পাউবোর নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান বলেন, পানি বাড়ছে, এটা ঠিক। তবে মঙ্গলবার পানি কমেছে। আমাদের কাছে যে পূর্বাভাস রয়েছে, সে অনুযায়ী নদীর পানি স্থিতিশীল হয়ে আসার সম্ভাবনাই বেশি। তাই বন্যা বা ভাঙন নিয়ে আপাতত আতঙ্কের কিছু নেই।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)