সংসদে তিন বিল পাস, তিনটি উত্থাপন

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০১৮, ২২:২১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

জাতীয় সংসদে মঙ্গলবার তিনটি বিল পাস হয়েছে, তিনটি বিল উত্থাপন করা হয়েছে এবং একটি বিলের ওপর প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে।

দেশীয় ও আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদা অনুযায়ী দক্ষ শ্রম শক্তি গড়তে দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠায় প্রয়োজনীয় বিধান করে আজ সংসদে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০১৮ পাস করা হয়েছে।

সংসদ কার্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বিলটি পাসের প্রস্তাব করেন।

কৃষক, উৎপাদক, কৃষি ব্যবসায়ী ও ভোক্তা সহায়ক, কৃষি বিপণন ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণে সুনির্দিষ্ট বিধান করে আজ সংসদে কৃষি বিপণন বিল, ২০১৮ পাস করা হয়েছে। কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বিলটি পাসের প্রস্তাব করেন।

সরকারি কর্মচারীদের কল্যাণ তহবিলের চাঁদা, যৌথ বিমার প্রিমিয়াম এবং বিভিন্ন সাহায্য মঞ্জুরির পরিমাণ বৃদ্ধির কারণে বিদ্যমান আইনের কতিপয় বিধানের সংশোধন করে আজ সংসদে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (সংশোধন) বিল, ২০১৮ পাস করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশারাফুল ইসলামের পক্ষে প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বিলটি পাসের প্রস্তাব করেন।

এদিকে মানসিক স্বাস্থ্য বিল, ২০১৮; বাংলাদেশ সংবাদ সংস্থা বিল, ২০১৮; কমিউনিটি স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট বিল, ২০১৮ উত্থাপন করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/জেবি)