সিংড়ায় অস্ত্র মামলায় এক ব্যক্তির ১৭ বছর জেল

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ২২:৩১ | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ২২:২৬

নাটোরের সিংড়ায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদ নিজ হেফাজতে রাখার দায়ে আব্দুর রাজ্জাক (৩৮) নামে এক ব্যক্তিকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার নাটোরের স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-৩ এর বিচারক যুগ্ম জেলা জজ মো. নুরুজ্জামান সরকার এই আদেশ দিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুর রাজ্জাক নাটোরের সিংড়া উপজেলার পশ্চিম ভেংরী গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ২৪ অক্টোবর র‌্যাব-৫ এর একটি দল অস্ত্র উদ্ধার অভিযানে আব্দুর রাজ্জাকের বাড়িতে যায়। তল্লাশিকালে রাজ্জাকের ঘরের মধ্যে থাকা একটি বাক্সের মধ্যে থেকে ৩ রাউন্ড গুলিসহ একটি শার্টারগান উদ্ধার করে। এ ব্যাপারে মামলা হলে পুলিশ তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করে। পরে মামলাটি বিচারের জন্য এই আদালতে পাঠানো হলে সাক্ষ্য প্রমাণ শেষে আদালতের বিচারক মো. নুরুজ্জামান সরকার মঙ্গলবার এই আদেশ দেন।

আদালতের এপিপি শামছুন নাহার জানান, অস্ত্র মামলার দুটি ধারায় আসামি আব্দুর রাজ্জাককে ১৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :