সর্বনিম্নসংখ্যক শরণার্থী গ্রহণের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫১ | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫০

১৯৮০ সালে শরণার্থী গ্রহণের পরিকল্পনা শুরুর পর প্রথমবারের মতো সবচেয়ে কমসংখ্যক শরণার্থী গ্রহণের পরিকল্পনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আসন্ন অর্থবছরে শরণার্থী গ্রহণের সর্বোচ্চসীমা নাটকীয়ভাবে কমিয়ে ৩০ হাজার নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন৷ মানবাধিকার সংস্থাগুলো মার্কিন এই সিদ্ধান্তের সমালোচনা করেছে৷ খবর ডয়চে ভেলের।

২০১৯ অর্থবছরে মাত্র ৩০ হাজার শরণার্থীকে মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন৷ ১ অক্টোবর থেকে নতুন এই অর্থবছর শুরু হবে৷ তবে সর্বোচ্চসীমা ৩০ হাজার করা হলেও এটি পুরোপুরি বাস্তবায়ন হবে না। কারণ চলতি অর্থবছরে শরণার্থী গ্রহণের সর্বোচ্চসীমা ছিল ৪৫ হাজার। অর্থবছরের দুই সপ্তাহ বাকি থাকতে দেখা গেছে চলতি অর্থবছরে যুক্তরাষ্ট্র মাত্র ২১ হাজার শরণার্থী গ্রহণ করেছে। অথচ ওবামা সরকার তার শেষ অর্থবছরে ৮৫ হাজার শরণার্থী গ্রহণ করে।

শরণার্থী গ্রহণের নতুন সীমা নির্ধারণ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, ‘বর্তমান প্রশাসনের হালনাগাদ শরণার্থী নীতি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রাখবে এবং গোটা বিশ্বে সহায়তা দরকার এমন মানুষদের সহায়তা করায় আমাদের সক্ষমতা বাড়বে’৷

তিনি বলেন, ‘আমরা গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে উদার জাতি এবং ভবিষ্যতেও তেমনই থাকবো’৷

হালনাগাদ শরণার্থী নীতিতে সন্ত্রাসী এবং জঙ্গি তৎপরতা থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষার দিকেও গুরুত্ব দেয়া হয়েছে বলে জানান পম্পেও৷

পম্পেও জানান, রাজনৈতিক আশ্রয়ের আবেদনগুলোর মধ্যে অধিকাংশই মূলত মেক্সিকো এবং মধ্য আমেরিকার মানুষদের করা৷ সেগুলো সামলাতে মার্কিন আমলাতন্ত্র চাপে রয়েছে৷ বর্তমানে দুই লাখ ৮০ হাজার আশ্রয়ের আবেদন যাচাই-বাছাই করছে দেশটি৷ এছাড়া আট লাখ আবেদন ফয়সালার অপেক্ষায় রয়েছে৷

মার্কিন যুক্তরাষ্ট্র এমন এক সময়ে শরণার্থী গ্রহণের সংখ্যা কমাচ্ছে, যখন বিশ্বের বিভিন্ন দেশে শরণার্থীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে৷

মানবাধিকার সংগঠনগুলো যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে ‘অমানবিক’ বলে মন্তব্য করেছে।

একসময় জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সামান্থা পাওয়ার ট্রাম্প প্রশাসনের এই নীতির সমালোচনা করে বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ঐতিহ্যগতভাবে শরণার্থী সহায়তা কর্মসূচিতে অর্থায়ন এবং তাদের গ্রহণের ব্যাপারে নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছে’৷

বর্তমান শরণার্থী নীতির সঙ্গে মার্কিন ঐতিহ্য সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করেন তিনি৷

(ঢাকাটাইমস/১৯সেপ্টম্বর/একে/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

গাজায় আরও ৭১ ফিলিস্তিনির প্রাণহানি 

ফেসবুকে রোহিঙ্গাবিদ্বেষ ছড়ানোর নেপথ্যে ছিল মিয়ানমারের জান্তা: জাতিসংঘ

রাফাহতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী: নেতানিয়াহু

নির্বাচন করার জন্য অর্থ নেই, সরে দাড়ালেন ভারতীয় অর্থমন্ত্রী

সিরিয়ার আলেপ্পোতে ইসরায়েলি হামলায় নিহত ৩৮

দ. আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

এই বিভাগের সব খবর

শিরোনাম :