জিপি অ্যাক্সেলেটরের পঞ্চম ব্যাচের ধারণা উপস্থাপন

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১১:০৫

অনলাইন ডেস্ক

স্থানীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের উপস্থিতিতে জিপি অ্যাক্সেলেটরের পঞ্চম ব্যাচ নিজেদের ধারণার উপস্থাপন করেছে। 

জিপিহাউজে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। 

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বাংলাদেশের তরুণ সমাজের জন্য প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান তৈরি করতে এমন একটি প্ল্যাটফর্ম সৃষ্টি করার জন্য গ্রামীণফোনকে অভিনন্দন জানান।

তিনি বলেন, ‘এই উদ্যোগ বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ রূপকল্পকে সমর্থন দেয় এবং আমি জিপি এক্সেলেরেটরে অংশগ্রহণকারীদের কাছ থেকে জানতে পেরেছি  যে তারা চলতি পথে পার্কিং এর স্থান খুজে বের করার  সমস্যা সমাধানে কাজ করছে যা  আমাকে আনন্দিত করেছে।’

বিগত তিন বছরে গ্রামীণফোন একসেলেরেটর কর্মসূচির অগ্রগতি এবং অংশগ্রহণকারী স্টার্টআপগুলোর ক্রমবর্ধমান দৃঢ় মানের কথা বলতে গিয়ে গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি বলেন, ‘এ প্ল্যাটফর্ম বাংলাদেশে একটি শক্তিশালী স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলেছে এবং দ্রুত দেশের সবচেয়ে আকর্ষণীয় মেন্টরশিপ কর্মসূচিতে পরিণত হয়েছে।’

জিপি অ্যাক্সেলেটর একটি উদ্ভাবনী প্ল্যাটফর্ম যা স্টার্টআপগুলোকে আন্তর্জাতিক ও স্থানীয় প্রশিক্ষকদের সাথে চার মাস মেয়াদী মেন্টরশিপ কর্মসূচির সুযোগ করে দেয়। নির্বাচিত স্টার্টআপরা ৮ শতাংশ ইক্যুইটির বিপরীতে সিডফান্ডিং হিসেবে পায় ১৫ হাজার মার্কিন ডলার।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এজেড)