ভারত-পাকিস্তান ম্যাচে স্টেডিয়ামে থাকবেন ইমরান খান!

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৫ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫৪

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

আইসিসির বড় কোনো টুর্নামেন্ট ও এশিয়া কাপ ছাড়া সচরাচর মুখোমুখি হতে দেখা যায় না ভারত ও পাকিস্তান। রাজনৈতিক বিরোধের কারণে সাম্প্রতিক সময়ে দ্বিপক্ষীয় সিরিজও খেলে না দুইদল। যার কারণে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ভক্ত সমাজের জন্য বাড়তি উত্তেজনা। চ্যাম্পিয়ন্স ট্রফির পর আজ এশীয় শ্রেষ্ঠাত্বের মঞ্চে দেখা হবে দুইদলের।

আর এই ম্যাচে নাকি উপস্থিত থাকার কথা রয়েছে পাকিস্তানের নতুন প্রধান মন্ত্রী ও সাবেক ক্রিকেটার ইমরান খান। এমনটাই জানিয়েছে পাকিস্তানের জিও টিভি নামক একটি সংবাদ মাধ্যম। মাধ্যমটি জানায়,‘পাকিস্তানের প্রধানমন্ত্রী বুধবার পাকিস্তান ও ভারতের মধ্যকার ম্যাচটি দেখতে যাবেন।’

যদিও পাকিস্তান দলের মিডিয়া ম্যানেজার এমাদ হামিদ এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তিনি বলেছেন, ‘আমরা জানি না, ইমরান মাঠে আসবেন কি না। আবু ধাবিতে আসছেন, এটুকু জানি।’

তবে ইমরানের খানের মাঠে আসা নিয়ে পাকিস্তান দলের অধনায়ক সরফরাজ আহমেদ বলেছেন, ‘ইমরান খান আসলে দর্শক এবং আমাদের জন্য অসাধারণ বিষয় হবে।’

তবে সত্যিই ইমরান খান ভারত-পাকিস্তান ম্যাচে স্টেডিয়ামে থাকবেন কিনা সেটা দেখতে হলে অপেক্ষা করতে হবে ম্যাচ শুরু হওয়া পর্যন্ত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায়।

(ঢাকাটাইমস/১৯ সেপ্টেম্বর/এইচএ)