গোমূত্র ও গোবরের সাবান-ফেসপ্যাক মিলবে অ্যামাজনে

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৩:২৯

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

অনলাইনে পণ্য কেনার জনপ্রিয় অ্যাপ অ্যামাজন। বিশ্বের প্রায় সবই মেলে অনলাইন এই মার্কেটপ্লেসে। এবার সেখানে পাওয়া যাবে গোমূত্র ও গোবরের তৈরি সাবান, ফেসপ্যাকসহ প্রায় ৩০ ধরনের কসমেটিকস পণ্য।

ভারতের হিন্দুত্ববাদী সংস্থা আরএসএস এসব পণ্য তৈরি করবে। আসন্ন দূর্গাপুজা থেকেই অ্যামাজনে মিলবে এসব পণ্য।

এছাড়া গোমূত্র ও গোবর দিয়ে তৈরি ডায়াবেটিস ও হজমের জন্য বেশ কয়েকটি ওষুধ তৈরি করবে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

আরএসএস এর মুখপাত্র অরুণ কুমার জানিয়েছেন, ‘স্থানীয়দের চাকরির সুযোগ করে দিতেই অনলাইনে এই সব দ্রব্য বিক্রি করার কথা ভাবা হয়েছে। দীন দয়াল ধাম প্রতি মাসে ১ লাখ টাকার সাজগোজের জিনিস ও ওষুধ এবং ৩ লাখ টাকার অ্যাপারেল বিক্রি করবে’।

ধামের ডেপুটি সেক্রেটারি মণীশ গুপ্তা জানান, ‘কোনো সিন্থেটিক জিনিস এই দ্রব্যে ব্যবহৃত হয়নি। সাবান, ফেসপ্যাকের মূল উপদানই হল গোমূত্র ও গোবর। আমরা গোমূত্র ও গোবর সংগ্রহ করে তা দিয়েই এগুলি তৈরি করি’।

ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/একে