হৃদরোগের ঝুঁকি পরিমাপে অনলাইনে টেস্ট করুন

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৪৬

স্বাস্থ্য ডেস্ক, ঢাকাটাইমস

আপনি কি হৃদরোগে আক্রান্ত? নাকি আপনি হৃদরোগে আক্রান্ত হবার ঝুঁকিতে রয়েছেন? হৃদরোগ আক্রান্ত হবার ঝঁকি পরিমাপ করতে আর ডাক্তারের কাছে যেতে হবে না। অনলাইনে একটি টেস্ট করিয়ে আপনি আপনার হৃৎ স্বাস্থ্যকুশল জানতে পারবেন। 

সম্প্রতি পাবলিক হেলথ ইংল্যান্ডের উদ্যোগে হৃদরোগের ঝুঁকি নিরূপনের জন্য একটি অনলাইন টেস্ট-এর পদ্ধতি চালু করা হয়েছে।

আপনার বয়স যদি ৩০ বছরের বেশি হয়, তাহলে এখানে ক্লিক করেই জেনে নিতে পারেন আপনার হার্টের স্বাস্থ্য সম্পর্কে।

এই টেস্টের মাধ্যমে একজন ব্যক্তি জানতে পারবেন তার হার্ট অ্যাটাক বা স্ট্রোক হবার সম্ভাবনা কতটা! এই টেস্টটির মানে এমন নয় যে আপনার কখন হার্ট অ্যাটাক হবে তা বলে দিতে পারে। বরং আপনার জীবনে স্বাস্থ্যকর পরিবর্তন আনতে হবে কিনা বা ঠিক কতটা পরিবর্তন আনা জরুরি তা বলে দেওয়া যায় এই টেস্টের মাধ্যমে।

আসলে একজন মানুষের ‘হার্ট এজ’ বা ‘হৃৎপিণ্ডের বয়স’ কত, তা জানা যায় এই অনলাইন টেস্টের মাধ্যমে।

ব্রিটিশ হার্ট ফাউন্ডেশন এবং দ্য স্ট্রোক ফাউণ্ডেশনের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই অনলাইন টেস্ট-এর পদ্ধতি ।

পাবলিক হেলথ ইংল্যান্ড দাবি করেছে, ৭৫ বছরের কম বয়সী ৮০ শতাংশ মানুষেরই হার্ট অ্যাটাক ও স্ট্রোক প্রতিরোধ করা সম্ভব। তবে তার জন্য তাদের হৃৎপিণ্ডের স্বাস্থ্যের উন্নতি ঘটানো প্রয়োজন। অস্বাস্থ্যকর জীবন যাপনের কারণে প্রতি পাঁচজন মানুষের মধ্যে চারজনের হার্টের স্বাস্থ্যের অবনতি ঘটে। তারা উপদেশ দেয়, ধূমপান ছাড়তে হবে, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করতে হবে এবং শরীরচর্চা করতে হবে নিয়মিত।

প্রায় ২০ লাখ মানুষ ইতিমধ্যেই এই টেস্ট করেছেন। তাদের মধ্যে ৭৮ শতাংশেরই হার্ট এজ তাদের প্রকৃত বয়সের তুলনায় বেশি। ফলে তাদের কম বয়সে মৃত্যুর ঝুঁকিও বেশি।

ব্রিটিশ হার্ট ফাউন্ডেশন এবং দ্য স্ট্রোক ফাউণ্ডেশনের দাবি, এই অনলাইন টেস্ট জীবন যাপনে অভ্যাসগত পরিবর্তন ঘটিয়ে হৃৎপিণ্ডের স্বাস্থ্য ফেরাতে বা হৃৎপিণ্ড সুস্থ রাখতে সাহায্য করে।

বিনামূল্যে অনলাইনে টেস্টের জন্য এই লিঙ্কে ক্লিক করুন: https://www.nhs.uk/oneyou/be-healthier/check-your-health/

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এজেড)