হুইল চেয়ারে এসে জামিন নিলেন তরিকুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০০ | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫৮

নানা রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামকে নাশকতার মামলার আসামি করেছে পুলিশ। আর এই আট মামলায় জামিন দিতে তিনি আদালতে যান হুইল চেয়ারে করে।

বুধবার আগাম জামিন নিতে হাইকোর্টে যান তরিকুল। আর বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ এসব মামলায় পুলিশি প্রতিবেদন দেয়ার আগ পর্যন্ত আগাম জামিন দেন।

গত ১ সেপ্টেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশকে কেন্দ্র করে পল্টন ও আদাবর থানায় আটটি মামলা হয়। এগুলোতে তরিকুল ইসলাম ছাড়া আসামি করা হয় বিএনপিপন্থী জ্যেষ্ঠ আইনজীবীদেরও।

আসামিদের মধ্যে তরিকুল ছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনসহ বিএনপির সাত নেতাকে আগাম জামিন দেয়া হয়।

জামিনপ্রাপ্ত অন্য নেতারা হলেন আব্দুর রেজ্জাক খান, নিতাই রায় চৌধুরী, আক্তারুজ্জামান, ফেরদৌস ওয়াহিদা ও তাহেরুল ইসলাম তৌহিদ ও রফিক শিকদার।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন ও আমিনুল হক। তাদের সঙ্গে ছিলেন এ কে এম এহসানুর রহমান।

এহসানুর রহমান ঢাকাটাইমসকে জানান, গত ১১, ১২, ১৩, ১৪ ও ১৫ সেপ্টেম্বর বিএনপির মানববন্ধন ও অনশন কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের কর্তব্য ও কাজে বাধা দেওয়া ও নাশকতা চেষ্টার অভিযোগ এনে পল্টন ও আদাবর থানায় পুলিশ বাদী হয়ে এসব মামলা করে।

তরিকুল ইসলামের বিষয়ে আদালত কী বলেছে জানতে চাইলে এই আইনজীবী বলেন, ‘আমরা আদালতে তার সব মেডিকেল রিপোর্টগুলো তুলে ধরেছি, জমাও দিয়েছি। আদালত তখন বলেছেন, আইনজীবীদের তো চার্জশিট না হওয়া পর্যন্ত জামিন দেয়া হয়েছে। আর আসামি তরিকুল ইসলামকে কেমো নিতে হয়। তার অসুস্থতা, বয়স বিবেচনা করে চার্জশিট না হওয়া পর‌্যন্ত জামিন দেয়া হলো।’

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/বিইউ/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি

আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি

কক্সবাজারে কতজন রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

এই বিভাগের সব খবর

শিরোনাম :