নাশকতার মামলায় সোহেল ৫ দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩৯ | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪২

নাশকতার একটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

ডিবি পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে আজ বুধবার ঢাকা মহানগর হাকিম এ এইচ এম তোয়াহা এই রিমান্ডের আদেশ দেন।

এর আগে মামলাটির তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিম দক্ষিণের এসআই আব্দুল করিম আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত ৩০ জানুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বকশিবাজারের আদালতে হাজিরা শেষে ফেরার সময় তার গাড়ি শাহবাগ থানাধীন কদমফুল ক্রসিংয়ে পৌঁছালে চারদিক থেকে বিএনপির নেতাকর্র্মীরা মিছিল-¯েøাগানসহ এসে রা¯Íায় যান চলাচল বন্ধ করে দেন। পুলিশ বাধা দিলে ইট-পাটকেল ছোড়ে এবং যানবহন ভাঙচুর করেন।

আবেদনে বলা হয়, ওই সময় আসামি সোহেল অজ্ঞাতনামা আসামিদের নিয়ে পুলিশের প্রিজনভ্যানে থাকা আসামি ওবাইদুল হক নাসির ও করিম সরকারকে প্রিজনভ্যান ভাঙচুর করে ছিনিয়ে নিয়ে যান। ওই ঘটনায় কয়েকজন পুলিশ আহত হন।

অন্যদিকে আসামি সোহেলের পক্ষে অ্যাডভোকেট মোলেহ উদ্দিন জসিম, ওমর ফারুক ফারুকী ও সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ প্রমুখ রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। শুনানীতে তারা বলেন, আসামি শারীরিকভাবে অসুস্থ। যদি জিজ্ঞাসাবাদ করতে হয় তাহলে জেলগেটে যেন জিজ্ঞাবাদের অনুমতি দেয়া হয়।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর গত মঙ্গলবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে সোহেলকে আটক করা হয়। প্রায় ১১০টি মামলার আসামি বিএনপির এ নেতা দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ২০১৬ সালের ৯ অক্টোবর ঢাকা সিএমএম আদালতে ৪০টি মামলায় আত্মসমর্পণ করে জামিন চান। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান। ২০১৭ সালের ৫ মার্চ ওই সব মামলায় তিনি জামিনে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হয়ে বের হওয়ার পরই তাকে ফের গ্রেপ্তার করা হয়।

এরপর ওই বছর ৭ মার্চ তাকে একটি মামলায় আদালতে হাজির করে রিমান্ডে নেওয়া হয়। পরে ওই মামলায় জামিন পেয়ে ওই বছর ২২ মার্চ তিনি কারামুক্ত হন।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাবেক সচিব প্রশান্ত কুমারকে কারাগারে পাঠালেন আদালত

৩১ মার্চ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম

বিচারপতির আসনে ছাদ বেয়ে পানি, বিচারকাজ বন্ধ ১৮ মিনিট

আগাম জামিন পেলেন অ্যাডভোকেট যুথিসহ চার আইনজীবী

জামিন নিতে এসে রায় শুনে পালিয়ে গেলেন হলমার্ক কেলেঙ্কারির আসামি

তিন মাসের মধ্যে সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়ার নির্দেশ

হলমার্ক কেলেঙ্কারি: তানভীর ও তার স্ত্রীসহ নয়জনের যাবজ্জীবন

সুপ্রিম কোর্ট বারে মারামারি: নাহিদ সুলতানা যুথীর জামিন শুনতে নতুন বেঞ্চ নির্ধারণ

পি কে হালদারের ১৩ সহযোগীর সাজা বাড়ানোর আবেদন দুদকের

ড. ইউনূসের সাজা ও দণ্ড স্থগিতের আদেশ হাইকোর্টে বাতিল

এই বিভাগের সব খবর

শিরোনাম :