গাজীপুর মহানগর কমিটি বাতিল চেয়ে টঙ্গীতে বিএনপির বিক্ষোভ

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৮, ২১:৪৭

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

সদ্য ঘোষিত গাজীপুর মহানগর বিএনপির দুই সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল করেছে টঙ্গী থানা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে নেতাকর্মীরা টঙ্গীর চেরাগ আলীস্থ সফিউদ্দিন সরকার কমপ্লেক্স এলাকায় এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

টঙ্গী থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসমাইল সিকদার বসুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- কাউন্সিলর আবুল হাশেম, সাবেক কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম, নূর মোহাম্মদ, শেখ মোহাম্মদ আলেক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মো. সরাফত হোসেন, লিয়াকত আলী, জসিম উদ্দিন দেওয়ান, আমিনুল ইসলাম লিটু, সিরাজুল ইসলাম সাথী, মোহাম্মদ আলী, আকবর আলী, সেলিম মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, দুই সদস্যবিশিষ্ট মহানগর বিএনপির অবৈধ কমিটি বাতিল না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। পরে শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসন থেকে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)