কুষ্টিয়ায় নৌকাবাইচ প্রতিযোগিতা

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ২২:০৪

কুষ্টিয়ার মিরপুরে পদ্মা নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দিনব্যাপী প্রয়াত আওয়ামী লীগ নেতা তৌহিদুল ইসলাম তৌহিদ, রাব্বি সুজন ও বশির উদ্দিনের স্মৃতি স্মরণে মিরপুর উপজেলার নওদাখাদিমপুর আট মাইলস্থ পদ্মা নদীতে এ খেলা হয়।

সকালে উদ্বোধনী অনুষ্ঠানে বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে খেলার উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহমেদ, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক রুহুল আজম, মিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাহাদুর শেখ, শারমিন আক্তার নাছরিন, জেলা পরিষদের সদস্য মহাম্মদ আলী জোয়ার্দ্দার, সুফিয়া বানু, জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, তালবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান, ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তল, ধুবইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান মামুন, তালবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শেখ আমিরুল ইসলাম, বহলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

দিনব্যাপী এ নৌকাবাইচ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকায় ৮টি নৌকা অংশগ্রহণ করে। নৌকাবাইচ দেখতে পদ্মার দুই পাড়ে প্রায় দশ হাজার মানুষের ভিড় জমে।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :