লঘুচাপে দাবদাহ, উত্তাল সাগর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ২২:২৬

পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সাগর উত্তাল হয়ে উঠেছে। এ ছাড়া এর প্রভাবে দেশে বইছে দাবদাহ।

লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, দেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ জন্য দেশের তিনটি সমুদ্রবন্দর ও কক্সবাজার সৈকত এলাকাকে ৩ নম্বর সতর্কতাসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আজ বুধবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কতাবার্তায় এসব তথ্য জানা যায়।

সতর্কবার্তায় চট্টগ্রাম, মংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজার সৈকত এলাকাকে তিন নম্বর স্থানীয় সতর্কতাসংকেত দেখাতে বলা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌযানকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে হবে।

লঘুচাপের কারণে সারা দেশের তাপমাত্রা বেড়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও দাবদাহ বয়ে যাচ্ছে। উত্তর ও পশ্চিমাঞ্চলে দাবদাহ অবস্থা আরও দুই-এক দিন থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকাসহ মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলে বৃষ্টি কম হওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনা, চট্টগ্রাম ও বরিশালের উপকূলীয় এলাকার কিছু কিছু জায়গায় বৃহস্পতিবার সামান্য বৃষ্টি হতে পারে।

এদিকে গতকাল মঙ্গলবারের চেয়ে আজ রাজধানী ঢাকাসহ সারা দেশের তাপমাত্রা বেড়েছে। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা আজ ছিল ভোলায় ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :