নিয়মরক্ষার ম্যাচে বিকেলে মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ২০:০৫ | প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫৯

নিয়মরক্ষার ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হবে আফগানিস্তান-বাংলাদেশ। দুই দলের সুপারফোর নিশ্চিত হওয়ার কারণে এই ম্যাচটি শুধু মাত্রই আনুষ্ঠানিকতা। দুবায়ে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায়।

হঠাৎ করেই এশিয়া কাপের সূচিতে তাল পাকিয়ে দিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। যেখানে বাংলাদেশকে ‘বি’ গ্রুপের দ্বিতীয় দল ধরে করা হয়েছে সূচি। তাতেই গুরুত্ব হারিয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন, রানার্সআপের পার্থক্য। সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটির ফলাফল কোনো প্রভাব ফেলবে না। যার জন্য শুধু মাত্রই নিয়ম রক্ষার ম্যাচই এটি।

মূলত ভারতকে সুবিধা দিতেই সূচিতে আচমকা পরিবর্তন এনেছে এসিসি। বুধবারের প্রকাশ হওয়া সূচি তাতে দেখা যাচ্ছে ভারত ছাড়া অন্য তিনটি দলকেই সুপার ফোরের খেলা খেলতে দুবাই-আবু ধাবিতে দৌড়াদৌড়ি করতে হবে। সূচি নিয়ে ইতিমধ্যে হতাশ ভারত ছাড়া বাকি তিন দলের অধিনায়করা।

নিয়ম রক্ষার ম্যাচে একাদিক পরিবর্তন আসবে বাংলাদেশ একাদশে। আগামীকালই সুপার ফোরের প্রথম ম্যাচে মাঠে নামতে হবে বাংলাদেশকে। যার জন্য বাংলাদেশ দলের নজর এখন আপাতত কালকের ম্যাচেই। আজ বিশ্রাম দেওয়া হবে পাজরে ব্যথা পাওয়া মুশফিকুর রহিমের আর তার জায়গা মাঠে নামানো হতে পারে মুমিনুল হককে। তাহলে ২০১৫ সালের পর আজ আবারও ওয়ানডেতে মাঠে নামবেন লিটল মাস্টার। তাছাড়া আজ তামিমের জায়গায় নাজমুল হোসেন শান্তর ওয়ানডে অভিষেক হওয়াটা মোটামুটি নিশ্চিত। তাছাড়া বিশ্রাম দেওয়া হবে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকেও। তার বদলে পেস আক্রমণে দেখা যেতে পারে আবু হায়দার রনিকে।

নিয়ম রক্ষার ম্যাচ হলেও জয় দিয়েই নিজেদের আত্মবিশ্বাস ধরে রাখতে চাইবেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ব্যাটে বলে দারুণ ফর্মে আছে আফগানিস্তানও। সবকিছু মিলিয়ে অনেকটা নির্ভার থেকেই মাঠে নামবে দু’দল।

(ঢাকাটাইমস/২০ সেপ্টেম্বর/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :