কুড়িগ্রামে জোড়া খুন, প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০৭

কুড়িগ্রামে দুই কিশোর-কিশোরী হত্যার ঘটনায় ফুঁসে উঠেছে এলাকার সর্বশ্রেণির মানুষ। হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার আমিনবাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসহ এলাকাবাসী।

সরজমিনে জানা গেছে, পরিত্যক্ত সেচ পাম্পটি ছিল মাদকসেবীদের আড্ডাস্থল। অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার জন্য স্থানীয় মাদকসেবীরা বহিরাগতদের নিয়ে সেখানে কুকর্ম চালায়। ধারণা করা হচ্ছে, মাদকসেবীরা দুই কিশোর-কিশোরীদের ফুঁসলিয়ে নিয়ে পালাক্রমে ধর্ষণের পর অপরাধ চাপা দিতে নির্মমভাবে হত্যা করে।

ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য কুড়িগ্রাম পৌর এলাকার ডাকুয়া পাড়ার কেরামত আলীর পুত্র মুকুল মিয়া, হায়দার আলীর পূত্র শোভন, ধূলাউড়া এলাকার আছির উদ্দিনের পুত্র মমিন মিয়া ও ভোগরাম গ্রামের আব্দুল জলিলের পুত্র সাজু মিয়াকে আটক করে পুলিশ।

এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ রওশন আলম জানান, খুনিদের গ্রেপ্তারে পুলিশ সাঁড়াশি অভিযান পরিচালনা করছে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।

বুধবার রাতে জাহাঙ্গীর আলম ও সেলিনা আক্তার নামে দুই কিশোর-কিশোরীকে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের দলবাড়ী দোলা এলাকায় পরিত্যক্ত সেচ পাম্পে হত্যা করে ফেলে রাখে দুর্বৃত্তরা।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :