চিকিৎসক নিবন্ধনে দুর্নীতির অভিযোগে বিএমডিসিতে অভিযান

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৮, ২০:০৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

চিকিৎসকদের যোগ্যতা সনদ (রেজিস্ট্রেশন) প্রদানে জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

দুদকের উপপরিচালক মো. মাহমুদ হাসানের নেতৃত্বে একটি দল আজ বৃহস্পতিবার এ অভিযান চালায় বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্।

প্রণব জানান, দুদক অভিযোগ কেন্দ্রে ১২ জন চিকিৎসকের বিরুদ্ধে চীনের তাইসান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া সনদের ভিত্তিতে বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন নেয়ার অভিযোগ আসে। এরপর দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী তাৎক্ষণিক তদন্ত ও অভিযানের নির্দেশ দেন।

প্রাথমিক তথ্যানুসন্ধানে দুদক জানতে পারে চীনের তাইসান মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ওই চিকিৎসকরা ডিগ্রি অর্জন করেননি।

প্রণব জানান, অভিযানের অংশ হিসেবে দুদক টিম বিএমডিসি কার্যালয়ে ৭ চিকিৎসকের কাগজপত্র যাচাই করে প্রত্যেকের নথিপত্রে গুরুতর অসংগতির প্রমাণ পায়। তাদের মধ্যে তিনজন গণস্বাস্থ্য মেডিকেল কলেজে ইন্টার্নশিপ করছেন বলে জানা যায়।

বিএমডিসি কর্তৃপক্ষ দুদকের অভিযান পরিচালকদের কাছে এ অনিয়মের কোনো সদুত্তর দিতে ব্যর্থ হন বলে জানান প্রণব।

অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) জানান, বিএমডিসি এভাবে যথাযথ যাচাই ছাড়া রেজিস্ট্রেশন দিতে পারে না। দুদক শিগগির এ ঘটনার ওপর অনুসন্ধান চালাবে।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এএকে/মোআ)