মাদ্রাসায় জোড়া খুন: পরিচালক তিন দিনের রিমান্ডে

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩১

গাজীপুরে জোড়া খুন মামলার প্রধান আসামি মাদ্রাসার পরিচালক মো. ইব্রাহিম খলিলকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার তাকে গাজীপুরের মুখ্য বিচারিক হাকিম মো. ইলিয়াস রহমানের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা বাসন থানার এসআই আলামিন জানান, বুধবার রাতে মাহমুদার বাবা হানিফ গাজী গাজীপুর মহানগর পুলিশের বাসন থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় মাহমুদার স্বামী ইব্রাহীম খলিলসহ অজ্ঞাত পরিচয় আরও তিন-চারজনকে আসামি করা হয়। এ মামলায় ইব্রাহিম খলিলকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করা হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।

বাসন থানার ওসি মুক্তার হোসেন জানান, মঙ্গলবার ভোরে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনায় হুফ্ফাজুল কোরআন মাদ্রাসায় খুন হন ওই মাদ্রাসার পরিচালক ইব্রাহিম খলিলের স্ত্রী মাহমুদা আক্তার স্মৃতি ও নুরানি বিভাগের ছাত্র মো. মামুন। মাহমুদাকে হত্যার ঘটনা দেখে ফেলায় মামুনকেও হত্যা করা হয় বলে খলিলকে জিজ্ঞাসাবাদের তথ্য দিয়ে জানান ওসি।

ওসি আরো বলেন, জোড়া খুনের প্রকৃত ঘটনা উদঘাটনে খলিলকে আরও জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডে নেয়া হয়।

নিহত মো. মামুনের বাবা শহিদ মিয়ার অভিযোগও অভিন্ন, তাই একটি মামলা নেয়া হয়েছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :