দেরিতে বোলিংয়ে আসার কারণ জানালেন রশীদ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০১৮, ০১:৪৩

এশিয়া কাপের ম্যাচে আজ রশীদ খান একাই হারিয়ে দিয়েছেন বাংলাদেশকে। ব্যাটিংয়ে ৩২ বলে ৫৭ রান করে অপরাজিত থাকার পর বোলিংয়ে নয় ওভার বল করে ১৩ রান দিয়ে দুইটি উইকেট শিকার করেন তিনি। ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্সের জন্য তিনি পান ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার।

বৃহস্পতিবার জন্মদিন ছিল রশীদ খানের। জন্মদিনে এমন পারফরম্যান্সে খুশি তিনি। রশীদ খান বলেছেন, ‘আমি আমার পারফরম্যান্স নিয়ে খুব খুশি। বড় বিষয় হচ্ছে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই আমি ভালো করতে পেরেছি। আমার উদ্দেশ্য ছিল শেষ পর্যন্ত ব্যাট করে আসা। আমার ফিল্ডিং চমৎকার হয়েছে। এখানকার কন্ডিশন খুবই কঠিন। আমরা আমাদের ফিল্ডিং নিয়ে কাজ করছি। আমরা এটার প্রতি খুব গুরুত্ব দিই।’

বোলিংয়ে রশীদ খান আসেন বেশ দেরিতে। ইনিংসের ২২তম ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে আসেন তিনি। দেরিতে বোলিংয়ে আসার কারণ হিসাবে রশীদ খান জানিয়েছেন, ‘আমার দেরিতে বল করতে আসার পেছনে কারণ রয়েছে। আমি বেশি করে ডট বল খেলাতে চাই। চাপে পড়লে ব্যাটসম্যানরা উইকেট দিয়ে দেয়। আমি আমার এই পুরস্কার আমাদের বোর্ডের সাবেক চেয়ারম্যান আতিফ মাশালকে উৎসর্গ করতে চাই। গত কয়েক বছর ধরে তিনি চমৎকার কাজ করেছেন।’

(ঢাকাটাইমস/২১ সেপ্টেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :