চুক্তি অমান্য করে সৌদিকে অস্ত্র দিচ্ছে জার্মানি

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৮, ১০:২৮ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮, ১২:০১

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

জার্মানিতে জোট সরকার গঠনের অংশ হিসেবে দুই দলের মধ্যে হওয়া চুক্তিতে বলা হয়েছিল, ইয়েমেন যুদ্ধে অংশগ্রহণকারীদের কাছে অস্ত্র বিক্রি করা হবে না৷ কিন্তু সেই চুক্তি না মেনে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে জার্মান সরকার৷

সংসদীয় কমিটির কাছে পাঠানো অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী পেটার আল্টমায়ারের এক চিঠিতে এই অনুমোদন দেয়ার কথা বলা হয়েছে৷ বার্তা সংস্থা রয়টার্স চিঠিটি দেখেছে৷

সাজোয়া যানে ব্যবহারের জন্য চারটি রাডার বিক্রি করবে জার্মানি৷ এই রাডারের সাহায্যে শত্রুপক্ষের হামলার স্থান চিহ্নিত করা যাবে৷ ফলে পালটা হামলা চালানো সহজ হবে৷

সৌদি আরব ছাড়াও ইয়েমেন যুদ্ধে অংশ নেয়া সৌদি জোটের সদস্য আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে জার্মানির ‘ফেডারেল সিকিউরিটি কাউন্সিল’৷ চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ছাড়াও কয়েকজন মন্ত্রী এই কাউন্সিলের সদস্য৷

আরব আমিরাতের কাছে জাহাজে স্থাপিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহারের জন্য ৯১টি হোমিং হেড ও ৪৮টি টর্পেডো বিক্রি করা হবে৷

২০১৫ সালে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের প্রেসিডেন্ট আবেদ রাব মনসুর হাদির সরকারকে উৎখাত করলে সেখানে অভিযান শুরু করে সৌদি জোট৷

সেই থেকে ইয়েমেন যুদ্ধে এখন পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন৷ এছাড়া সৌদি জোট ইয়েমেনে নৌ অবরোধ জারি করায় সে দেশে খাদ্য সংকট দেখা দিয়েছে৷ ফলে কয়েক লক্ষ মানুষ অনাহারে, অর্ধাহারে দিন কাটাতে বাধ্য হচ্ছে৷ আর শিশুরা ভুগছে প্রচণ্ড অপুষ্টিতে৷সূত্র: ডয়চে ভেলে

ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/একে