তানজানিয়ায় ফেরি ডুবে নিহত ৪৪

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৮, ১১:০৩ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮, ১১:১২

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

তানজানিয়ার লেক ভিক্টোরিয়াতে ফেরি ডুবে অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। শতাধিক লোককে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে এখবর দিয়েছে টাইম।

সরকারিভাবে জানানো হয়েছে যে ফেরিতে দুই শতাধিক যাত্রী ছিলেন। তবে স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে ফেরিতে চার শতাধিক যাত্রী ছিলেন।

তবে ফেরি পরিচালনাকারী সংস্থার এক কর্মকর্তা বলেন, আসলে কতজন যাত্রী ফেরিতে ছিলেন তা জানানো বেশ কঠিন। এছাড়া ফেরির কোনো যান্ত্রিক ত্রুটি ছিলো না বলেও জানান তিনি।

স্থানীয় এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে, ডুবে যাওয়া মানুষের সংখ্যা দুই শতাধিক হতে পারে। এছাড়া শতাধিক উদ্ধারকৃত লোকদের মধ্যে ৩২ জনের অবস্থা গুরুতর। স্থানীয় সময় শুক্রবার ভোর পর্যন্ত উদ্ধারকাজ স্থগিত রাখা হয়েছে।

এমভি নায়রিরি নামের ফেরিটি উকোরা এবং বুগোলোরা দ্বীপের মাঝামাঝি পৌছে উল্টে যায়। ধারণা করা হচ্ছে, ফেরিটি ডকে ভেড়ানোর পর যাত্রীরা ফেরির একপাশে এসে দাঁড়ালে তা উল্টে যায়। উদ্ধারকর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও উদ্ধার অভিযানে যোগ দেয়।

রিজিওনাল হাইকমিশনার এডাম মালিমা বলেন, আমরা সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি হতাহতের সংখ্যা আর যেন না বাড়ে।

ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/একে