বিএনপি আতঙ্কে, জানালেন ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ১৫:০৪ | প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৫০

জাতীয় নির্বাচনের বছরে বিএনপিকে দুশ্চিন্তা ও আতঙ্ক পেয়ে বসেছে। এ কথা জানিয়েছেন খোদ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে গণতন্ত্র নেই দাবি করে তিনি এমনও বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ পাওয়া যাবে কি না, সে নিয়ে সন্দিহান তারা।

শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ফখরুল। এ সময় তিনি উপরোক্ত কথা ছাড়াও দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সাম্প্রতিক মামলাকে আগামী জাতীয় নির্বাচনের পথে বাধা হিসেবে তুলে ধরেন।

গত ১ সেপ্টেম্বর রাজধানীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশের পর দলের শীর্ষ থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মীর বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়েছে। বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মামলার সংখ্যা প্রায় চার হাজার, আর আসামি কয়েক লাখ।

ফখরুল বলেন, ‘শুধু উদ্বেগ নয়, আমরা অত্যন্ত চিন্তিত ও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি যে এই দেশে আসলে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠা হওয়ার কোনো সুযোগ পাওয়া যাবে কি না।’

‘আমরা আতঙ্কিত হয়ে পড়েছি যে নির্বাচনকে সামনে রেখে আজকে এই অবৈধ সরকার ড্রাম ঢোল বাজাচ্ছে,তাদের মতো করে নির্বাচনকে সাজিয়ে নেওয়ার জন্য সব কাজ করছে। সেই সময় তারা জনগণের সমস্ত অধিকার ক্ষুন্ন করে ভৌতিক সব মামলা হাজার হাজার মামলা, সারাদেশে ভিন্নমত ধারণ করেন তাদের বিরুদ্ধে ভৌতিক মামলা দেওয়া হচ্ছে।’

বিএনপি মহাসচিব জানান, গত ১ সেপ্টেম্বর থেকে সারা দেশে তিন হাজার ৭০৬টি মামলা দেয়া হয়েছে বিএনপির বিপক্ষে। এজাহারে নাম এসেছে তিন লাখ ১৩ হাজারের বেশি। অজ্ঞাতনামা আসামি আরও দুই লাখ ৩৩ হাজার ৭৩০ জন। আটক করা হয়েছে তিন হাজার ৬০০ জনের বেশি।

‘মূলত নির্বাচন সামনে রেখে বিএনপি ও বিরোধী মতকে বাইরে রাখতে সরকার নেতাকর্মীদের নামে গায়েবি মামলা দিয়ে দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে। অথচ নির্বাচনের আগমুহূর্তে পৃথিবীর কোনো দেশে এমন গায়েবি মামলা দায়ের করে না’-বলেন ফখরুল।

‘সুষ্ঠু নির্বাচনে বাধা এসব মামলা’

২০১৪ সালের মতোই একতরফা নির্বাচন করতেই এসব মামলা দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতা। বলেন,‘বিশ্বের যে কোনো দেশে নির্বাচনের সময় জনগণকে নির্বাচনমুখী করা হয়। অথচ বাংলাদেশে সরকার নিজেদের অবৈধ ক্ষমতা দখলে রাখতে বিরোধী দলের নেতাকর্মী সমর্কদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। যাতে আবারও ৫ জানুয়ারি মত নির্বাচন করে ক্ষমতায় যায়৷’

‘এটাই এখন সবচেয়ে বড় বাধা হয়েছে দাঁড়াচ্ছে সুষ্ঠু, অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের পথে। যে দলটি সবচেয়ে বড় বিরোধী দল, যে দলের প্রতিটি এলাকায় সমর্থক আছে, সেই দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এভাবে মামলা দিয়ে গোটা নির্বাচনটিকে অনিশ্চিত করে ফেলেছে।’

‘আমাদেরকে অনেকে এসে বলেছে আমাদের নাম নিচ্ছে পুলিশ। আমার উত্তরার বাসায়ও এসে বলেছে (পুলিশ) স্যার নামগুলো (কমিটির) দেন। আমি বলেছি কী চাকরি করেন, আমার নাম জানেন না? এই হচ্ছে অবস্থা। থানা পর্যায়ের নেতাদের ডেকে বলেছে পুরো কমিটির নাম দিয়ে যাও, না হলে চালান করে দেব।’

সিনহা নিয়ে কথা হুবহু ফলেছে

সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বইয়ের বিষয়ে এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘আমাদের প্রতিক্রিয়াতো আগেই জানিয়ে দিয়েছি। আমরা আগেই যা বলেছি একেবারে হুবহু তাই হয়েছে। আমরাতো এতটুকু ভূল বলিনি।

ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে ফখরুল বলেন,এই আইন করা হলো যাতে কেউ আর সরকারের অপশাসন, অন্যায় দুনীতির বিরুদ্ধে কথা বলতে না পারে। এ আইনে কোনো সরকারি কর্মকর্তার গোপন তথ্য, বা দুর্নীতির খবর প্রকাশ করলে ১৪ বছরের কারাদণ্ড ও ২৫ লাখ টাকা জরিমানা। তাহলে বলেন গণতন্ত্র কোথায়?’

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/বিইউ/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

প্রতিটি সংসদীয় এলাকায় ‘এমপিরাজ’ তৈরি হয়েছে: রিজভী

উপজেলা ভোটের মাঠে বিএনপির তৃণমূল নেতারা

উপজেলা নির্বাচনে অংশগ্রহণ: বিএনপির ৬৪ নেতাকে শোকজ

ভোটের মাঠ থেকে স্বজনদের সরাতে পারেননি আ.লীগের মন্ত্রী-এমপিরা

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে: বিএনপির আরও ৫ নেতা বহিষ্কার

সরকারকে পরাজয় বরণ করতেই হবে: মির্জা ফখরুল

এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

এই বিভাগের সব খবর

শিরোনাম :