হারের মাঝেও প্রেরণা দেখছেন মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমসে
| আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫২ | প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৪৮

এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগান শক্তির কাছে রীতিমত বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। দারুণ শুরুর পরেও ১৩৬ রানের হারতে হয়েছে লাল-সবুজদের। সুপার ফোরে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামার কয়েক ঘন্টা এই হার টাইগারদের জন্য বড় ধাক্কাই বটে। কিন্তু এই হারের মাঝে প্রেরণা দেখছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

সুপার ফোরে আগামী রবিবার আবারও আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আর সেই ম্যাচে গতকালকের ‍ভুল গুলো শুধরে ভালো করার প্রেরণা দেখছেন মাশরাফি।

গতকাল ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে মাশরাফি বলেন,‘আফগান স্পিনারদের ভয় পেয়ে কোনো লাভ নেই। কারণ কয়েকদিন পর (সুপার ফোর) তাদের বিপক্ষে আবারো খেলতে হবে। তাদের বিপক্ষে সুপার ফোরের আগে খেলে একদিক থেকে ভালোই হয়েছে। কারণ আমাদের ব্যাটসম্যানরা বুঝতে পারবে তাদের কীভাবে খেলতে হবে। আমি আশা করি পরের ম্যাচে আমরা এই ভুলগুলো শুধরাতে পারবো। আমাদের এই ম্যাচ থেকে শিখতে হবে।’

সুপার ফোরের দেখায় আফগান স্পিনারদের আর সুযোগ দিতে চাননা বলেও জানান বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন,‘পরের ম্যাচে আফগান স্পিনারদের আমরা আর কোনো সুযোগ দিতে চাই না।’

(ঢাকাটাইমস/২১ সেপ্টেম্বর/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :