সাড়ে পাঁচ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল চলাচল শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ২১:০৭ | প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫২

ব্রাহ্মণবাড়িয়ার কসবার ইমামবাড়ি স্টেশনের কাছে মালবাহী ট্রেনের লাইনচ্যুত ইঞ্জিন ও কন্টেইনার উদ্ধারের পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের ট্রেন চলাচল শুরু হয়েছে। দুর্ঘটনার প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে উদ্ধারকাজ শেষ হওয়ার পর সন্ধ্যা ছয়টার দিকে থেকে ওই দুই পথে রেল চলাচল শুরু করে।

আখাউড়া রেলওয়ে জংশনের (লোকোসেড) ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেন ঢাকাটাইমসকে এ খবর নিশ্চিত করেন।

দেলোয়ার হোসেন জানান, আখাউড়া ও লাকসাম থেকে দুটি উদ্ধারকারী ট্রেন বেলা দুইটার দিকে দুর্ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে। বিকাল সাড়ে চারটার পর উদ্ধারকাজ শেষ হয়। পরে ছয়টার দিকে ঢাকা ও সিলেটের সঙ্গে চট্টগ্রামের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

দুপুর পৌনে একটার দিকে ওই দুর্ঘটনার পর ইমামবাড়ীর দুই পাশে বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ে। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।

আখাউড়া প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, চট্টগ্রামে থেকে ছেড়ে আসা ঢাকাগামী কন্টেইনারবাহী ট্রেনটি ইমামবাড়ি রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। হঠাৎ বিকট শব্দে ট্রেনের ইঞ্জিনসহ পেছনের দুটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ইমামবাড়ি স্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে।

দুর্ঘটনার কারণ জানা যায়নি। দুর্ঘটনার তদন্তে রেলওয়ে পূর্বাঞ্চলের পক্ষ থেকে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :