তানজানিয়া ফেরি দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ১২৬

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৮, ২০:২৭ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩০

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

তানজানিয়ার ভিক্টোরিয়া লেকে একটি ফেরি উল্টে ১২৬ জনের প্রাণহানি ঘটেছে। অনেকে এখনো নিখোঁজ রয়েছে। খবর বিবিসির।

বৃহস্পতিবার বিকালে উকেরেউই ফেরিঘাট থেকে কয়েক মিটার দূরে থাকতেই এমভি নিয়েরেরে নামের ফেরিটি উল্টে যায়। এমভি নাইয়েরেরে নামে ফেরিটিতে দুইশ’র বেশি যাত্রী ছিল যা ধারণ ক্ষমতার দ্বিগুণেরও বেশি। ফেরিটি যখন উইকেরেভি দ্বীপের একটি ডকে ভিড়তে যাচ্ছিল তখন যাত্রীরা সবাই এক পাশে অবস্থান নিলে তা উল্টে যায় এবং এসব মানুষের মৃত্যু হয়।

এর আগেও তানজানিয়ায় বেশ কয়েকটি বড় ধরনের ফেরি দুর্ঘটনা ঘটেছে। ১৯৯৬ সালে ভিক্টোরিয়া হ্রদে এক ফেরি দুর্ঘটনায় অন্তত ৫০০ মানুষ মারা যায়। এছাড়া ভারত মহাসাগরের জাঞ্জিবার দ্বীপপুঞ্জে ২০১২ সালে অন্য এক ফেরি দুর্ঘটনায় ১৪৫ জন মারা গিয়েছিল।

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এসআই)