শেষ ওভারের উত্তেজনায় পাকিস্তানের জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ০২:১১ | প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০১৮, ০২:০৫

আফগানিস্তানের বিপক্ষে শেষ ওভারের উত্তেজনায় জিতল পাকিস্তান। এশিয়া কাপে শুক্রবার সুপার ফোরের ম্যাচে তিন উইকেটে জয় পেয়েছে সরফরাজ আহমেদের দল। এদিন আফগানিস্তানের দেয়া ২৫৮ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে সাত উইকেট হারিয়ে জয় পায় পাকিস্তান।

জয়ের জন্য শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল দশ রান। এসময় স্ট্রাইক প্রান্তে ছিলেন শোয়েব মালিক। বোলিংয়ে ছিলেন পেসার আফতাব আলম। ওভারের প্রথম বলটি ডট হয়। দ্বিতীয় বলে ছক্কা হাঁকান শোয়েব মালিক। তৃতীয় বলে চার মেরে দলের জয় নিশ্চিত করেন তিনি।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৮০ রান করেন ইমাম-উল-হক। ৬৬ রান করেন বাবর আজম। ৪৩ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন শোয়েব মালিক। আফগানিস্তানের বোলারদের মধ্যে মুজিব উর রহমান ২টি, গুলবদিন নাইব ১টি ও রশীদ খান ৩টি করে উইকেট শিকার করেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেটে ২৫৭ রান সংগ্রহ করে আফগানিস্তান। দলের পক্ষে ৯৭ রান করে অপরাজিত থাকেন হাশমতউল্লাহ শহীদি। ৬৭ রান করেন অধিনায়ক আসঘার আফগান। পাকিস্তানের বোলারদের মধ্যে শাহীন শাহ আফ্রিদি ২টি, মোহাম্মদ নওয়াজ ৩টি ও হাসান আলী ১টি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর

ফল: তিন উইকেটে জয়ী পাকিস্তান।

আফগানিস্তান ইনিংস: ২৫৭/৬ (৫০ ওভার)

(মোহাম্মদ শাহজাদ ২০, ইহসানুল্লাহ ১০, রহমত শাহ ৩৬, হাশমতউল্লাহ শহীদি ৯৭*, আসঘার আফগান ৬৭, মোহাম্মদ নবী ৭, নাজিবউল্লাহ জাদরান ৫, গুলবদিন নাইব ১০*; উসমান খান ০/৫৮, শাহীদ শাহ আফ্রিদি ২/৩৮, মোহাম্মদ নওয়াজ ৩/৫৭, শোয়েব মালিক ০/২১, হারিস সোহেল ০/৩০, হাসান আলী ১/৫১)।

পাকিস্তান ইনিংস: ২৫৮/৭ (৪৯.৩ ওভার)

(ফখর জামান ০, ইমাম-উল-হক ৮০, বাবর আজম ৬৬, হারিস সোহেল ১৩, শোয়েব মালিক ৫১*, সরফরাজ আহমেদ ৮, আসিফ আলী ৭, মোহাম্মদ নওয়াজ ১০, হাসান আলী ৬*; মুজিব উর রহমান ২/৩৩, আফতাব আলম ০/৬৪, গুলবদিন নাইব ১/৬১, মোহাম্মদ নবী ০/৫০, রশীদ খান ৩/৪৬)।

প্লেয়ার অব দ্য ম্যাচ: শোয়েব মালিক (পাকিস্তান)।

(ঢাকাটাইমস/২২ সেপ্টেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :