ফটোগ্রাফারদের জন্য নিকনের নতুন ক্যামেরা

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৯:২৬

প্রফেশনাল ফটোগ্রাফারদের জন্য নতুন দুই ক্যামেরা আনলো নিকন। এগুলো হলো নিকন জেড সিক্স এবং নিকন জেড সেভেন। উভয় ক্যামেরাই ফুল ফ্রেম মিরর লেস।

বাজারে লঞ্চ করা হয়েছিল। এবার হারতে হাজির হল জাপানী কোম্পানির ফুল ফ্রেম মিররলেস ক্যামেরা। ভারতে এই দুই ক্যামেরার দাম শুরু হচ্ছে ১,৬৯,৯৫০ টাকা থেকে।

নতুন এই দুটি ক্যামেরার সঙ্গে নতুন এস সিরিজ লেন্স বিক্রির ঘোষণা দিয়েছে নিকন। আপাতত এই সিরিজে তিনটি নতুন লেন্স যোগ হয়েছে।

এই দুটি ক্যামেরা দেখতে প্রায় একই রকম। নিকন জেড সেভেনে রয়ে একটি ৪৫.৭ মেগাপিক্সেল সেন্সর। এই ক্যামেরার সর্বোচ্চ আইএসও ২৫৬০০।

অন্যদিকে নিকন জেড সিক্সে ক্যামেরায় রয়েছে একটি ২৪.৫ মেগাপিক্সেল সেন্সর। এই ক্যামেরার সর্বোচ্চ আইএসও ৫১,২০০।

এই দুই ক্যামেরায় অনেক ফিচার একে অপরের সাথে মিলে যায়। দুটি ক্যামেরাতেই রয়েছে সাইলেন্ট শুটিং অপশন। ভাইব্রেশান রিডিউস টেকনোলজি সহ এই দুটি ক্যামেরাতে থাকবে ইন ক্যামেরা স্টেবিলাইজেশন সিস্টেম।

নিকনের নতুন দুই ক্যামেরায় রয়েছে ওলিড ভিউ ফাইন্ডার। এটি একটি ৩.২ ইঞ্চি টচস্ক্রিন ডিসপ্লে। এই দুটি ক্যামেরাতেই ৩০ পিক্সেলের ফোরকে ভিডিও এবং ১২০ পিক্সেলে ফুল এইচডি ডিভিও রেকর্ড করা সম্ভব।

ক্যামেরা দুটির দাম দুই লাখ টাকার মধ্যে।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা