ইরানে সেনা কুচকাওয়াজে হামলায় নিহত ২৪

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৩:২৭ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৬:২০

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আহবাজ শহরে শনিবার সামরিক বাহিনীর প্যারেড ও কুচকাওয়াজ চলাকালে বন্দুকধারীদের হামলায় রেভ্যুলুশনারি গার্ডের সদস্য ও নারী শিশুসহ কমপক্ষে ২৪ জন নিহত এবং ৫৩ জন আহত হয়েছেন। জাতীয় প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে এ প্যারেডের আয়োজন করা হয়েছিল।

বিবিসি জানায়, সন্ত্রাসীরা প্যারেড প্রাঙ্গন থেকে কাছের একটি পার্ক থেকে সামরিক বাহিনীর পোশাক পরে গুলি চালায়। এর ফলে হতাহতের এই ঘটনা ঘটে। কুচকাওয়াজ অনুষ্ঠানের জন্য স্থাপিত মঞ্চ লক্ষ্য করেও তারা গুলি চালিয়েছে।

খুজেস্তান প্রদেশের ডেপুটি গভর্নর আলি হুসেইন হুসেইনজাদে জানান, এই হামলায় জড়িত দুজন সন্ত্রাসী নিহত এবং অপর দুজন গ্রেপ্তার হয়েছেন। 

তাৎক্ষণিকভাবে এই হামলার দায়-দায়িত্ব কেউ স্বীকার করেনি।  তবে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, ইসলামিক স্টেট(আইএস) এই হামলার পেছনে থাকতে পারে।

ছবিতে আহত সেনাদের নিরাপদের সরিয়ে নিতে দেখা যাচ্ছে। দশ মিনিট ধরে গোলাগুলির ঘটনা চলে। পরে নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ায় গত বছরের শেষের দিকে যে কয়েকটি শহরে সরকার বিরোধী আন্দোলন হয়েছে এই শহর তারমধ্যে একটি।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এসআই)