ফরিদপুরে শতাধিক গাড়ি চালকের দৃষ্টি ও শ্রবণশক্তি পরীক্ষা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২০ | প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩৬

সড়ক দুর্ঘটনা কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সারাদেশের ন্যায় ফরিদপুরে পেশাদার চালকদের দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তি পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে।

শনিবার সকালে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বিনামূল্যে শতাধিক পেশাদার চালকের চোখ ও কান পরীক্ষা করা হয়।

ফরিদপুর জেলা প্রশাসন ও বিআরটিএ, ফরিদপুরের আয়োজিনে দিনব্যাপী এ পরীক্ষা ক্যাম্পের উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।

এসময় তিনি বলেন, ‘এখানেই শেষ নয়, পর্যায়ক্রমে জেলার সকল পেশাদার চালকদের চোখের দৃষ্টিশক্তি ও কানের শ্রবণশক্তি পরীক্ষার ব্যাবস্থা করা হবে।

বিএনএসবি জহুরুল হক চক্ষু হাসপাতাল ও ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগিতায় অনুষ্ঠিত সেবা ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এরাদুল হকের সভাপতিত্ব করেন।

এতে ফরিদপুর পুলিশ সুপার জাকির হোসেন খাঁন, বিআরটিএ এর সহকারী পরিাচালক আতিকুর রহমান, বিএনএসবি জহুরুল হক চক্ষু হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. রাহাত আনোয়ার চৌধুরী, বিটিভির ফরিদপুর জেলা প্রতিনিধি সাজ্জাদ হুসাইন বাবু প্রমুখ বক্তব্য রাখেন।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :