‘ব্যাটিং ভালো হলে মন খুলে বল করতে পারি’

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪০

টানা দুই ম্যাচে হারার পর এশিয়া কাপে সুপার ফোরের শেষ দুই ম্যাচ বাংলাদেশের জন্য বাঁচা-মরার হয়ে দাঁড়িয়েছে। এশিয়া কাপে নিজেদের এমন ব্যর্থতার জন্য ব্যাটিংটাকেই দায়ী করছেন স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার মতে ব্যাটসম্যানরা যদি শুরুটা ভালো করতে পারেন, ভালো একটা স্কোর গড়ে দিতে পারেন তাহলে বোলাররাও মন খুলে বল করতে পারবেন।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর গতকাল ভারতের বিপক্ষেও ব্যাটিং ব্যর্থতার জন্য হারতে হয়েছে টাইগারদের। শুক্রবার ম্যাচ শেষে ব্যাটিং নিয়ে মেহেদি হাসান মিরাজ বলেন,‘আসলে টপ ব্যাটসম্যানরা যদি একটা ভিত গড়ে দেয় সেটার ফ্লো পুরো টিমে চলতে থাকে। এটাই আমাদের হচ্ছে না। আমাদের ব্যাটিংটা যদি ভালো হয়, ব্যাটসম্যানরা যদি ভালো একটা শুরু করে দিতে পারে, ভালো একটা স্কোর গড়ে দিতে পারে তাহলে আমরা বোলাররা মন খুলে বল করতে পারি। দেখেন লঙ্কানদের বিপক্ষে ব্যাটিংয়ে ভালো করে আমরা কিন্তু পেরেছি। কমপক্ষে ২৫০-৬০ রানের স্কোর গড়তে পারলেও আমাদের বোলারদের উপর চাপ পড়বে না।’

ব্যাটিংয়ের পাশাপাশি তরুণদের ব্যর্থতা নিয়েও জানান এই স্পিন অলরাউন্ডার। তিনি বলেন,‘সিনিয়রদের পাশাপাশি তরুণ দের অবশ্যই অবদান রাখা উচিত। আপনি যদি দেখেন সিনিয়র যারা আছে তারা কিন্তু ঠিকই তাদের রোলটা পালন করতেছেন। কিন্তু যারা জুনিয়র তাদের আরো ভালো ভাবে কামব্যাক করা উচিত, ভালো খেলা উচিত। বড়দের পাশাপাশি আমরা ছোটরা যদি ভালো করতে পারি তাহলে আমাদের টিম ইনশাআল্লাহ আরো ভালো হবে।’

গতকাল দলের সবাই ব্যর্থ হলেও ব্যাট হাতে ‍টিকে ছিলেন মেহেদী হাসান মিরাজ। দলীয় সর্বোচ্চ রানটাও (৪২) আসে তার ব্যাট থেকে। কিন্তু দল হারায় নিজের ব্যক্তিগত পারফর্ম নিয়ে খুশি নন মিরাজ। তিনি বলেন,‘আসলে টিম যখন জিতে যায় তখন নিজে যদি ভালো করি সেটা অনেক ভালো লাগে। কিন্তু দল যদি না জিততে পারে তাহলে যত ভালেই খেলি সেটা ভালো লাগে না।’

(ঢাকাটাইমস/২২ সেপ্টেম্বর/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বাংলাদেশের নতুন স্পিন কোচ কিংবদন্তি মুশতাক আহমেদ

পেনাল্টি নিতে খেলোয়াড়দের ধাক্কাধাক্কি, কড়া হুঁশিয়ারি কোচ পচেত্তিনোর

উইজডেনের বর্ষসেরার তালিকায় অস্ট্রেলিয়ার তিন ও ইংল্যান্ডের দুইজন

সার্বিয়ান ওপেনে ইরানি নারী তায়কোয়ান্দোদের ২ পদক

এগিয়ে থাকলেও পিএসজিকে সমীহ করছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ

অবসর ভেঙে তামিম ও মুশফিককে টি-টোয়েন্টি দলে ফেরানোর ব্যাপারে যা বললেন শান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বেশি প্রত্যাশা না রাখার অনুরোধ শান্তর!

উইজডেনের ‘লিডিং ক্রিকেটার’ কামিন্স ও ব্রান্ট

বেঙ্গালুরুর একাদশে না থাকার রহস্য ভাঙলেন ম্যাক্সওয়েল

তাসকিনের বিশ্রাম ও আইপিএল খেলতে না দেওয়া নিয়ে যা বলছে বিসিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :