সাভারে কষ্টি পাথরের শিব মূর্তিসহ আটক দুই

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৬

সাভারে সনাতন ধর্মালবম্বীদের কষ্টি পাথরের শিব মূর্তিসহ দুই চোরাকারবারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার রাতে সাভার সদর ইউনিয়নের কলমা গ্রামের আহম্মেদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক চোরাকারবারি দলের সদস্যরা হচ্ছেন, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার রুবেল (২৮) ও আল-আমিন (২৬)।

ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের পরিদর্শক এএফএম সায়েদন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার রাতে সাভারের কলমা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে ওই এলাকার আহম্মেদের বাড়ি থেকে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের সনাতন ধর্মালম্বীদের কষ্টি পাথরের শিব মূর্তিসহ দুই চোরাকারীকে আটক করা হয়েছে।

এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :