কর্ণফুলী থানায় নতুন ওসির যোগদান

চট্টগ্রাম ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩২

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. আলমগীর মাহমুদ পিপিএম।

শুক্রবার দুপুরে তিনি কর্ণফুলী থানার ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে বিদায়ী ওসি সৈয়দুল মোস্তফাকে বিদায় সংবর্ধনা ও নতুন ওসি মো. আলমগীর মাহমুদকে বরণের আয়োজন করে থানা স্টাফ।

এতে পরিদর্শক তদন্ত মো. ইমাম হাসান, সেকেন্ড অফিসার মোহাম্মদ হোসাইন-সহ থানার সকল এসআই, এএসআই-সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

গত বছরের ১৬ই নভেম্বর কর্ণফুলী থানার ওসি হিসেবে যোগদান করেছিলেন সৈয়দুল মোস্তফা। প্রায় ১০ মাস ৪ দিন এই থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করার পর গত বৃহস্পতিবার সন্ধ্যায় মহানগর ডিবিতে বদলি হন তিনি।

এদিকে নবাগত ওসি মো. আলমগীর মাহমুদ সর্বশেষ জেলার শিল্প পুলিশ ও নগরীর আকবর শাহ্ থানার ওসি ছিলেন। ১৯৯৯ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে তিনি যোগদান করেন।

যোগদানের পর থেকে বিভিন্ন জেলায় অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব ও কর্তব্য পালন করেন। চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায় নিজ বাড়ি। বর্তমানে নগরীর আগ্রাবাদে বসবাস করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে পতেঙ্গা ও আকবর শাহ্ থানায় সর্বমোট আমি ৩ বছর ৩ মাস ওসির দায়িত্ব পালন করেন।

আকবর শাহ থানায় ১৭মাস দায়িত্বপালন কালে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে, মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করে মোট ৪০৭টি মামলা রুজু করে ৫৩৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছিলেন তিনি।

এসব মাদক ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, হিরোইন ও চোলাই মদ উদ্ধার করেন। এর মধ্যে উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ ৩ লাখ ২৫ হাজার ১৮৯ পিস।

যার আনুমানিক মূল্য ছিল ১৬ কোটি ২৫ লাখ টাকা। এর আগে ২ বছর ৩ মাস পূর্ব-তিমুর ও সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেন।

বিগত ২০১৭ইং সালে রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম (সেবা) অর্জন করেন তিনি।

এ ছাড়া আলোচিত শিশু ‘একুশ’ উদ্ধারের ঘটনা সারা দেশে ব্যাপক প্রশংসিত হয়।

নবাগত ওসি কর্ণফুলী থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মাদকমুক্ত রাখতে সকলের সহযোগিতা চেয়েছেন।

২০শে সেপ্টেম্বর চট্টগ্রামের পুলিশ কমিশনার মাহাবুবর রহমান কর্ণফুলী থানায় এই রদবদলের আদেশে জারি করেন।

ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/জেজে/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :