‘এমন অবস্থায় স্বাভাবিক খেলাটা কষ্টকর, অসম্ভব নয়’

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪৫

এশীয় শ্রেষ্ঠাত্বের মঞ্চে টানা দুই ম্যাচ হেরে হতাশার সাগরে ভাসছে বাংলাদেশ শিবির। সুপার ফোরে হাতে বাকি দুই ম্যাচ। একমাচ হারলেই বাদ পড়তে হবে আসর থেকে। এমন মানসিক অবস্থা নিয়ে আগামীকাল আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

আফগানদের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ দেখায়ও বাজে ভাবে হেরেছে বাংলাদেশ। দুই দিনের মাথায় তাদের বিপক্ষে পুনরায় ঘুরে দাঁড়ানো বড় চ্যালেঞ্জ লাল-সবুজদের জন্য। কিন্তু সেটা কষ্টকর হলেও অসম্ভব বলে ভাবছেন না দলের প্রাণ ভোমরা সাকিব আল হাসান।

তার মতে স্বাভাবিক খেলেই ম্যাচে ফিরতে হবে। সেটা এই অবস্থায় কষ্টকর হলেও অসম্ভব কিছু নয়।

শনিবার আফগানদের বিপক্ষে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাকিব বলেন,‘আমরা চেষ্টা করবো যেন আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারি। আসলে এইরকম অবস্থায় স্বাভাবিক খেলাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয়। এখন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমরা কীভাবে আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারি সেই পরিকল্পনাটা তৈরি করা।’

দলের ব্যর্থতায় ওপেনিং প্লাস ব্যাটিং ব্যর্থতার পাশাপশি নিজের সাপোর্টকেও কারণ হিসেবে দেখছেন সাকিব।

সাকিব বলেন,‘নিজের জায়গা থেকে আমিও হয়তো সর্বোচ্চ সাপোর্ট টা দিতে পারছি না। বিশেষ করে ব্যাটিংয়ে। সেটাও একটা কারণ হতে পারে। বাট অবশ্যই যদি ওপেনাররা যদি ভালো শুরু করে দেয় তাহলে জিনিস টা সবার জন্য সহজ হয়। কিন্তু তার মানে এই নয় যে ওপেনাররা খারাপ করলে পরের ব্যাটসম্যানরা ভালো করতে পারবে না।’

(ঢাকাটাইমস/২২ সেপ্টেম্বর/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :