শিক্ষার্থীদের দাবি: গাজীপুরে দুই ওভারব্রিজের নির্মাণকাজ শুরু

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী (গাজীপুর)
 | প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৬

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে গাজীপুরে দুটি ফুটওভার ব্রিজের নির্মাণকাজ শুরু হয়েছে।

শনিবার দুপুরে গাজীপুর মহানগরেরর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও সাধারণ জনগণের রাস্তা পারাপারের সুবিধার্থে বিআরটি প্রকল্পের আওতায় টঙ্গী কলেজ গেইট ও বোর্ডবাজার এলাকায় দুইটি ফুটওভার ব্রিজ নির্মাণকাজের উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল।

এ সময় প্রজেক্ট প্ররিচালক প্রকৌশলী সানাউল হকসহ প্রকল্পের সঙ্গে জড়িত দেশি বিদেশি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাংসদ রাসেল বলেন, টঙ্গীর কলেজ গেট ও বোর্ডবাজার এলাকায় গত কয়েক বছরে বেশ কয়েকজন সাধারণ পথচারী ও শিক্ষার্থী রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় মারা যায়। এ নিয়ে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বেশ কয়েকবার মহাসড়ক অবরোধ করে আন্দোলন করে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানায়। তাই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সাধারণ পথচারী ও শিক্ষার্থীদের দাবি পূরণে দুটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে।

সাংসদ জানান, পর্যাক্রেমে রাজধানীর এয়ারপোর্ট থেকে গাজীপুর চৌরাস্তা ও শিববাড়িসহ মোট ২৫টি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে।

প্রকৌশলী সানাউল হক জানান, এই ফুটওভার ব্রিজগুলোতে সাধারণ পথচারীদের জন্য চলন্ত সিঁড়ি, প্রতিবন্ধী ও বয়স্কদের জন্য লিফটের ব্যবস্থা থাকবে।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/আইআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :