গ্রেনেড হামলা আওয়ামী রাজনীতির কুটিল পাটিগণিত: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৩ | প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৪৮
ফাইল ছবি

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলাকে প্রহেলিকা বা ধাঁধা আখ্যা দিয়েছেন রুহুল কবির রিজভী। বলেছেন, এটি আওয়ামী রাজনীতির কুটিল হিসাব। সে সময় ক্ষমতাসীন বিএনপিকে ধ্বংস করার জন্য দেশি-বিদেশি চক্রান্ত হিসেবেও দেখছেন তিনি।

রবিবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। এ সময় তিনি নানা বিষয়ের পাশাপাশি বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সে সময়ের বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে হত্যাচেষ্টার এই প্রসঙ্গ তুলে ধরেন।

আগামী ১০ অক্টোবর দেশ কাঁপানো এই মামলার রায় ঘোষণা হবে। এই মামলা একই সঙ্গে বিএনপির জন্য উদ্বেগ এবং বিব্রতের কারণ।

এই মামলায় আসামিদের মধ্যে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিণ্টু, খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউক। এদের প্রত্যেকের মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ।

নৃশংস এই হামলায় ২৩ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয় কয়েকশ নেতা-কর্মী। আর এই হামলার পর বিএনপি-জামায়াত জোট সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা আছে। সে সময় সরকার অপরাধীদেরকে বাঁচানোর চেষ্টা করেছিল বলে অভিযোগ আছে। হামলাকারীদেরকে বাঁচিয়ে জজ মিয়া নামে নিরীহ একজনকে ফাঁসানোর অভিযোগ প্রমাণ হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আমলে।

আবার হামলার পর আলামত নষ্ট করা, বিচারিক তদন্তের নামে আজগুবি তথ্য প্রচার হয়েছিল সে সময়। পরে তত্ত্বাবধায়ক সরকারের আমলে অধিকতর তদন্তে বিএনপি-জামায়াত জোট সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিণ্টু, তার ভাই তাজউদ্দিন, জঙ্গি নেতা মুফতি আবদুল হান্নানসহ ২২ জনের বিচার শুরু হয়।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকারে আসার পর আবার তদন্ত করে তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ আরও ৩০ জনকে আসামি করা হয়।

হামলার পর বিএনপি নেতারা এমন দাবিও করেছিলেন, শেখ হাসিনা তার ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে নাটক সাজিয়েছেন।

রিজভী তার সংবাদ সম্মেলনেও পরোক্ষভাবে পুরো বিষয়টির দায় আওয়ামী লীগের ওপর চাপান। বলেন, ‘২১ আগস্ট বোমা হামলার পুরো বিষয়টাই একটি প্রহেলিকা (ধাঁধা)। আওয়ামী রাজনীতির কুটিল পাটিগণিত। জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার দেশীয় ও বৈদেশিক চক্রান্তের বিপজ্জনক ব্লুপ্রিন্ট।’

‘বিএনপিকে নিশ্চিহ্ন করার নানাবিধ ষড়যন্ত্রের ধারাবাহিকতায় ২১ আগস্ট বোমা হামলা মামলায় সরকার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে আইন আদালতকে। কারণ আইন আদালত এখন সম্পূর্ণভাবে সরকারের হাতের মুঠোয়।

‘শুধু প্রতিহিংসা পূরণের জন্য টার্গেট করেই সম্পূরক চার্জশিটে তারেক রহমানের নাম এই মামলায় জড়ানো হয়েছে। এক্ষেত্রে বেপরোয়া ক্ষমতার আস্ফালনে আইন আদালতকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে।’

শেখ হাসিনা নিজের ক্ষমতা কুক্ষিগত করার জন্য সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিহনাকে দেশ থেকে বিতাড়িত করেছেন বলেও দাবি করেন রিজভী। বলেন, ‘এটি করতে গিয়ে বিশ্ব দরবারে শেখ হাসিনা কলঙ্কিত হয়েছেন। এই ঘটনা বিচার বিভাগের ওপর ব্যক্তি শেখ হাসিনার ভয়ঙ্কর আক্রমণ। বিচার বিভাগের ওপর আধিপত্য বিস্তারই এই আক্রমণের মূল লক্ষ্য।’

‘জোর করে প্রাণনাশের হুমকি দিয়ে প্রধান বিচারপতিকে দেশ থেকে বিতাড়নের মাধ্যমে শেখ হাসিনা এখন সম্রাজ্ঞীতে পরিণত হয়েছেন। সর্বশেষ ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে গণমাধ্যমের গলায় দড়ি দিয়ে ফাঁস দিতে যাচ্ছেন। গণতন্ত্রের মুখোশটুকু ছুঁড়ে ফেলে গণতন্ত্রের শেষ চিহ্ন মুছে দিয়েছেন। ফলে সম্রাজ্ঞীর শাসন এখন পুরোদমে চলছে।’

‘সরকারের রোষানলে বিএনপির মৃতরাও’

বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে সাম্প্রতিক মামলাকে সরকারের প্রতিহিংসা হিসেবেও উল্লেখ করেন রিজভী। বলেন, মৃত নেতাকর্মীদেরও বিভিন্ন নাশকতার মামলায় জড়ানো হচ্ছে।

‘ঢাকা মহানগর দক্ষিণের কদমতলী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৯৬ জন নেতাকর্মীর নামে গত ৫ সেপ্টেম্বর বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা করা হয়েছে। এই থানার বিএনপি নেতা মুনসুর আলী গত বছরের ২৭ অক্টোবর মৃত্যুবরণ করলে তাকেও এই মামলায় আসামি করা হয়েছে।’

‘এ ছাড়া এ বছর পবিত্র হজ পালনের জন্য এই থানার নেতা আসলাম মোল্লা, ফারুক হোসেন ও আব্দুল হাই মক্কা নগরীতে অবস্থান করলেও রাজনৈতিকভাবে হেনস্তা করার অসৎ উদ্দেশ্যে তাদেরকেও এই মামলায় আসামি করা হয়েছে।’

‘বিরোধী দলীয় নেতাকর্মীদের হয়রানি করতে দেশজুড়ে এখন গায়েবি মামলার ছড়াছড়ি। মৃত ব্যক্তিকেও এখন ককটেল ছুড়ে মারতে দেখছে পুলিশ। সরকার আইন-শৃঙ্খলা বাহিনীকে এখন অদ্ভুত বাহিনীতে পরিণত করেছে।’

‘আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকার গণবিচ্ছিন্ন হতে হতে এখন কোণঠাসা হয়ে পড়েছে। একমাত্র পুলিশই আওয়ামী সরকারের স্থানীয় অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী দিয়েই দেশের নিয়ন্ত্রণ মজবুত রাখতে চাচ্ছে সরকার।’

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/বিইউ/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :