উন্নয়ন এখন দৃশ্যমান: পলক

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৩১

তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশের উন্নয়ন এখন কোনো অলীক স্বপ্ন নয়। উন্নয়ন এখন দৃশ্যমান। এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে। তাই উন্নয়নের স্বার্থে বারবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।

রবিবার দুপুরে রাজশাহীতে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের সীমানা প্রাচীর ও সাবস্টেশন ভবন, গভীর নলকূপ ও বৃষ্টির পানির সংরক্ষণ এবং সিলিকন টাওয়ার নির্মাণ কাজের উদ্বোধন শেষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ তাদের আদর্শ নেতাকে বারবার ক্ষমতায় বসিয়ে দেশের উন্নয়ন ত্বরাণ্বিত করেছে। উন্নয়ন চাইলে বাংলাদেশেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। কারণ, প্রধানমন্ত্রী যা বলেন- তা করে মানুষকে দেখিয়ে দেন। তার প্রতিশ্রুত হাইটেক পার্ক এখন দৃশ্যমান।

পলক বলেন, ব্যবসা করা সরকারের কাজ নয়। সরকারের কাজ কর্মসংস্থান সৃষ্টি করে দেয়া। সরকার এই হাইটেক পার্কে সেটিই করছে। হাইটেক পার্ক চালু হওয়ার পর এখানে প্রযুক্তি খাতে সরাসরি ১৪ হাজার এবং পরোক্ষভাবে আরও প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

তিনি বলেন, দেশের মানুষ উন্নয়ন চায়। উন্নয়নের স্বার্থে রাজশাহীর মানুষ যেমন তাকে মেয়র নির্বাচিত করেছে, তেমনি সারাদেশের মানুষ শেখ হাসিনাকে আবার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন- বঙ্গবন্ধু হাইটেক পার্কের প্রকল্প পরিচালক একেএম ফজলুল হক, পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মাসুদুর রহমান ভুঁইয়া, জেলা প্রশাসক এসএম আবদুল কাদের, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা প্রমুখ। সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান।

রাজশাহী মহানগরীর জিয়ানগর এলাকায় যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির আদলে এই হাইটেক পার্ক নির্মাণ করা হচ্ছে। পদ্মা নদীর তীরে প্রায় ৩২ একর জমির ওপর এ প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২৮১ কোটি ১৯ লাখ টাকা। গত বছরের ৪ ডিসেম্বর থেকে এর নির্মাণ কাজ চলছে। আগামী ২০২১ সালের মধ্যে এটি চালু হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/আরআর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :