এবার নিউজিল্যান্ডের স্ট্রবেরিতে সুই আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩৯ | প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪৯

অস্ট্রেলিয়াতে আতঙ্ক শেষ হতে না হতেই এবার নিউজিল্যান্ডের স্ট্রবেরিতে পাওয়া গেল সুই। অকল্যান্ডের একটি সুপারমার্কেট স্ট্রবেরির বাক্সে সুই পাওয়ার ঘটনায় দেশটিতে আতঙ্ক বিরাজ করছে। রবিবার বিবিসি অনলাইন এ খবর জানাচ্ছে।

কাউন্টডাউন নামে চেইন সুপারমার্কেটের পক্ষ থেকে বলা হচ্ছে, তাদের দোকানের তাক থেকে অস্ট্রেলিয়ার একটি ব্র্যান্ডের স্ট্রবেরি সরিয়ে নেয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার সুপার মার্কেটগুলোতে স্ট্রবেরিতে সুই পাওয়ার অন্তত একশোটি অভিযোগ এসেছে।

অনেকেই ভেবেছিলেন, এটি ভুয়া তথ্য বা সোশ্যাল মিডিয়ার কৌতুক।

অকল্যান্ডের স্ট্রবেরি আসে মূলত অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের রাজ্য থেকে। গত সপ্তাহে নিউজিল্যান্ড জুড়ে কাউন্টডাউনের দোকানগুলোতে বিক্রি করা হয়েছে।

প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলেছে, ‘আমরা খাদ্যের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি।’

‘গ্রাহকরা তাদের বাড়িতে থাকা যেকোনো ব্র্যান্ডের স্ট্রবেরি আমাদের কাউন্টডাউন শপে নিশ্চিন্তে ফেরত প্রদান করতে পারেন। আমরা এসব ফেরত পণ্যের পুরো মূল্য শোধ করা হবে।’

নিউজিল্যান্ডে স্ট্রবেরি খেয়ে কোনো ধরনের অসুস্থতা বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে বিবৃতিতে বলা হয়েছে। তবে ক্রেতাদের অস্ট্রেলিয়ায় উৎপাদিত স্ট্রবেরি খাওয়ার আগে কেটে নেয়ার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

৯ সেপ্টেম্বর স্ট্রবেরিতে সুই থাকার ঘটনাটি প্রথম জনসমক্ষে আসে। অজান্তেই সুইযুক্ত স্ট্রবেরি খেয়ে ফেলে ব্রিসবেনের এক তরুণ। এরপর দেশটির বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক স্ট্রবেরিতে সুই পাওয়ার খবর প্রকাশ হতে থাকে সামাজিক যোগাযোগের মাধ্যমে।

১৩ সেপ্টেম্বর পুলিশ প্রথম স্ট্রবেরিতে সুই থাকার তথ্য নিশ্চিত করে। এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার সাতটি স্ট্রবেরি বাজারজাতকারী প্রতিষ্ঠানের স্ট্রবেরিতে সুই পাওয়ার অভিযোগ উঠেছে। প্রায় সব প্রতিষ্ঠানই সরকারি আদেশে বাজার থেকে তাদের স্ট্রবেরি সরিয়ে নিয়েছে। বাজারফেরত স্ট্রবেরি শহর থেকে দূরে নিয়ে ফেলে দেয়া হচ্ছে।

অস্ট্রেলীয় সরকার নতুন আইন তৈরির ঘোষণা দিয়েছেন। নতুন আইন বাস্তবায়ন হলে দেশটিতে খাদ্যে গরমিল করার অপরাধে সর্বোচ্চ ১০ থেকে ১৫ বছরের জেল হতে পারে। এ ঘটনার মূল হোতাদের ধরিয়ে দিতে কুইন্সল্যান্ড রাজ্য সরকার এক লাখ অস্ট্রেলীয় ডলার পুরস্কার ঘোষণা করেছে।

লোকসান সামাল দিতে স্ট্রবেরি চাষিদের হিমশিম অবস্থা। অস্ট্রেলিয়ায় টন কি টন স্ট্রবেরি ধ্বংস করা হচ্ছে। ১৩ কোটি অস্ট্রেলীয় ডলারের স্ট্রবেরি শিল্প এখন ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :