নাইজেরিয়ায় জলদস্যুদের কবলে ১২ নাবিক

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১৭ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

নাইজেরিয়ার সমুদ্রসীমা থেকে সুইজারল্যান্ডের একটি কার্গো জাহাজের ১২ জন নাবিককে অপহরণ করেছে জলদস্যুরা।

জাহাজটির মালিকানা প্রতিষ্ঠান মাসোয়েল শিপিং বলছে, শনিবার এমভি গ্লারুশ কার্গো জাহাজটি নাইজেরিয়ার রাজধানী আবুজা থেকে হারকোর্ট বন্দরে গম নিয়ে আসার পথে জলদস্যুদের কবলে পড়ে।

বার্তা সংস্থা এএফপিকে প্রতিষ্ঠানটি জানায়, বিশাল উচ্চতার মই বা জাহাজের পাটাতন কেটে জলদস্যুরা গ্লারুশ জাহাজটির মধ্যে ঢুকে থাকতে পারে।

নাইজার ব-দ্বীপ এলাকার বনি দ্বীপ থেকে ৪৫ নটিক্যাল দূর থেকে এসে জলদস্যুরা জাহাজটিতে অনুপ্রবেশ করে এবং ১২ থেকে ১৯ জন নাবিককে জিম্মি করে।

জেনেভা ভিত্তিক শিপিং প্রতিষ্ঠানটি বলেছে, জলদস্যুরা জাহাজটির অধিকাংশ যোগাযোগ যন্ত্রপাতি নষ্ট করে দিয়েছে।

জাহাজের নাবিকরা কোন দেশের নাগরিক তা নিশ্চিত হওয়া যায়নি।  তবে প্রতিষ্ঠানটি বলছে, অপহৃত নাবিকদের পরিবারকে অপহরণের ঘটনা জানানো হয়েছে।

মাসোয়েল শিপিং বলছে, অপহৃত নাবিকদের ‘দ্রুত ও নিরাপদে’ উদ্ধারে বিশেষজ্ঞরা রওয়ানা দিয়েছেন।

সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মাসোয়েল শিপিং নিশ্চিত করেছে অপহৃতদের মধ্যে কোনো সুইস নাগরিক নেই।

অপহরণ করে মুক্তিপণ আদায় করা নাইজেরিয়াতে সাধারণ ঘটনা। বিদেশি ও নাইজেরিয়ায়র শীর্ষ পর্যায়ের নাগরিকদের প্রায়ই টার্গেট বানায় জলদস্যুরা।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এসআই)