বান্ধবীকে লাঞ্ছনার অভিযোগে ইবি শিক্ষার্থী বহিষ্কার

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ওই শিক্ষার্থীর নাম মাহমুদুল্লাহ। তিনি আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিভাগের একাডেমিক কমিটির সুপারিশক্রমে তাকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রবিবার রেজিস্ট্রার দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের এক ছাত্রীকে নিজ বন্ধু মাহমুদুল্লাহর বিরুদ্ধে শারীরিক লাঞ্ছনার অভিযোগ করেন। ওই ছাত্রী ক্যাম্পাসে নিজের নিরাপত্তা ও সুবিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন। প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বিষয়টি সমাধানের জন্য আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতিকে অবহিত করেন। সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান বিভাগের একাডেমিক কমিটির সভা আহবান করেন। সভায় মাহমুদুল্লাহকে এক বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করেন।

রবিবার উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বিভাগের ওই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এস এম আব্দুল লতিফ বলেন, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক শিক্ষার্থীকে আগামী এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :