পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, পরে লাশ উদ্ধার

ব্যুরো প্রধান, বরিশাল
 | প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ২২:২৫

বরিশালের হিজলা উপজেলায় পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপিয়ে পড়া যুবক শফিকুল ইসলাম তুহিনের (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলা সংলগ্ন লতা নদীতে তুহিনের লাশ পাওয়া যায়।

শনিবার বিকালে তিনি পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে নদীতে ঝাঁপ দেন।

মৃত শফিকুল ইসলাম তুহিন হিজলা উপজেলার হরিণাথপুর ইউনিয়নের আহসান উল্লাহ খানের ছেলে।

পাশের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানার ওসি হারুন অর রশিদ জানান, তার থানা এলাকার আওতাধীন মেহেন্দিগঞ্জে জয়নগর ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালাতে একটি বাগানে পুলিশ হানা দেয়। এসময় সেখানে জুয়া খেলারত একদল যুবক পুলিশ দেখে দৌড়ে পালিয়ে যায়। তাদের মধ্যে তুহিন নামে ওই যুবক নিজেই নদীতে ঝাঁপ দিয়ে নিঁখোজ হয়। রবিবার দুপুরে তাকে পাওয়া যায়।

ওসি জানান, পুলিশের কাছে তথ্য ছিল জয়নগরে মাদকের ব্যবসা হচ্ছে। পুলিশ গিয়ে সেখানে যুবকদের জুয়া খেলারত অবস্থায় দেখতে পান। দুর্ঘটনার শিকার তুহিন নিজ বাড়ি থেকে ১৫ কিলোমিটার দূরে জয়নগর ইউনিয়নের ওই বাগানে জুয়া খেলায় অংশ নিয়েছিল। জুয়া খেলায় অংশ নেয়া যুবকরা মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত বলে ওসির দাবি।

তবে শফিকুল ইসলাম তুহিনের চাচা হরিণাথপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ খান জানান, তুহিন মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত নয়।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/টিটি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :