খুলনায় বেষ্টওয়ে গ্র“পের চেয়াম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৪৭

ব্যুরো প্রধান, খুলনা

প্রতারণা মামলায় বেস্টওয়ে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মো. মিজানুর রহমানসহ দুই জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে খুলনার আদালত।

রবিবার খুলনার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সুমি আহমেদ এ আদেশ দেন। পরোয়ানা জারি হওয়া অপরজন হলেন একই প্রতিষ্ঠানের সিনিয়র মার্কেটিং এন্ড সেলস ম্যানেজার মেহেদী হাসান। 

মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা যায়, খুলনার শের-এ বাংলা রোডের ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক মো. আমিনুল ইসলাম চলতি বছরের ৬মার্চ মুখ্য মহানগর হাকিমের আমলী আদালতে দ-বিধির ৪০৬ ও ৪২০ধারায় মামলা দায়ের করেন (নং-সিআর ২৫৯/১৮)। বেষ্টওয়ে গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান বেষ্টওয়ে ন্যাশনাল হাউজিং থেকে বাদী একটি প্লট ক্রয়ের জন্য টাকা জমা দেন। পরবর্তীতে তিনি প্লটটি বাতিল করায় নিয়মানুযায়ী ৩০দিনের মধ্যে টাকা ফেরত দেয়ার কথা থাকলেও প্রতিষ্ঠানটি দুই বছর ধরে টাকা দিচ্ছে না। ফলে বাদী আদালতের স্মরণাপন্ন হন।

বাদী পক্ষের আইনজীবী তৌহিদুর রহমান চৌধুরী তুষার আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রসঙ্গত, পরিবেশবান্ধব নগরী উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ‘জীবনের প্রয়োজনে ’-এ শ্লোগান নিয়ে ১৯৯৭ সালে যাত্রা শুরু করে বেস্টওয়ে গ্রুপ। এ গ্রুপের বর্তমানে সহযোগী প্রতিষ্ঠান রয়েছে ৪৪টি। 

ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস