মোস্তাফিজ জাদুকর: মাশরাফি

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৩:২৩

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

শেষ ওভারে মোস্তাফিজ জাদুতে রবিবার এশিয়া কাপের ম্যাচে আফগানিস্তানকে তিন রানে হারিয়েছে বাংলাদেশ। এদিন শেষ ওভারে জয়ের জন্য আফগানিস্তানের প্রয়োজন ছিল আট রান। হাতে ছিল চার উইকেট। এমন সময় টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা বল তুলে দেন মোস্তাফিজুর রহমানের হাতে। বোলিংয়ে এসে মোস্তাফিজ চার রান দিয়ে একটি উইকেট শিকার করেন। এদিন ম্যাচ শেষে মোস্তাফিজুর রহমানকে জাদুকর বলে উল্লেখ করেছেন মাশরাফি বিন মুর্তজা।

মাশরাফি বিন মুর্তজা বলেছেন, ‘শেষ ওভারে মোস্তাফিজ ছিল জাদুকর। আমরা এমন অনেক ম্যাচ হেরেছি যেখানে শেষ ওভারে ৮-৯ রান করতে পারিনি। কিন্তু আজ আমরা তা ডিফেন্ড করেছি। কখনো ছেড়ে দেয়নি। সাকিব তার শেষ তিনটি বল দারুণ করেছে। এরপর আমরা মোস্তাফিজকে বলেছিলাম উইকেট নেয়ার চেষ্টা করতে।’

তিনি আরো বলেন, ‘সর্বপ্রথম মাহমুদউল্লাহ ও ইমরুল কায়েসের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতেই হবে। মোস্তাফিজ কিছুটা ব্যথা পেয়েছিল। আমরা চেয়েছি তাকে দিয়ে দশ ওভার বল করাতে। কিন্তু সে পারেনি। এমনকি সে ইয়র্কার ডেলিভারি করতে পারছিল না। কারণ তার কাফে কিছুটা ব্যথা ছিল। আশা করি আমরা ভার্চুয়াল সেমিফাইনালে ভালো করব।’

রবিবার এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সাত ‍উইকেটে ২৪৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। পরে আফগানিস্তান ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ২৪৬ রান সংগ্রহ করে।

(ঢাকাটাইমস/২৪ সেপ্টেম্বর/এসইউএল)