মুক্তাগাছায় সড়কে ঝরল মুক্তিযোদ্ধার প্রাণ

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
 | প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৩১
ফাইল ছবি

ময়মনসিংহের মুক্তাগাছায় সড়ক দুর্টনায় আব্দুল আজিজ নামের এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।

রবিবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

পুলিশ, এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ঐদিন বেলা সাড়ে ৩টার দিকে সাইকেলে আব্দুল আজিজ নতুন বাজারের দিকে যাচ্ছিলেন। ময়মনসিংহ- টাঙ্গাইল সড়কের মুক্তাগাছা শহর পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় একটি দ্রুতগামী আ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুল আজিজ মুক্তাগাছা শহরের চৌরঙ্গির মোড় জমিদারবাড়ি গেইটের বাসিন্দা ছিলেন। পেশায় তিনি সাইকেল মিস্ত্রি।

সোমবার নবারুন বিদ্যানিকেতন স্কুল মাঠে তার নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন করা হবে বলে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/এমডি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :