করি চন্দ্রস্নান এসো

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪০ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪২

সাকিব জামাল

অবগুন্ঠন খোলো!

অবারিত জোসনা জলে শরৎ রাতে 

করি চন্দ্রস্নান, এসো।

ছতিছন্ন কবি আজ

তোমার কোলে মাথা রাখবে অক্ষয় প্রেম সাধনায় 

না করবে? থাকতে নেই এত লাজ!

দেখো, উথাল পাথাল নদীর জলে- 

জহুরা চন্দ্রবতীর দুরন্তপনা!

বদ নসিব! এমন রাতে কি বলবে তারা 

যদি না দাও সাড়া! একটু বোঝনা!

হুট করে হেসে দিলে 

এ রাতে মনে এ কেমন হানা?

চাঁদের হাসিতেই পাগল হয়েছি

তোমার হাসিতে, বলছি, হবো ফানা!

এসো, মিলানান্ত কবিতা রচি, গাই ভালোবাসার গান,

এমন জোসনা রাতে, এমন সমীরনে- বিরহ বড্ড বেমানান! 

ভালোবাসারই ক্যানভাসে নানা জ্যামিতি আঁকি- সঁপে মন-প্রাণ-দেহ!

করি চন্দ্রস্নান, এসো।